ঠাকুরগাঁও প্রতিনিধি
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্থানীয় এক প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর গ্রামের এক জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত জামাইয়ের নাম মকছেদুল ইসলাম (৩৮)। তিনি একই উপজেলার নারগুন ইউনিয়নের কুমারপুর আবদালপাড়া এলাকার নূরল হকের ছেলে।
এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মকছেদুল ইসলামকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে মকছেদুলকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার বিকেলে মকছেদুল তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এ সময় পাশের বাড়ির ওই তরুণীকে বাসায় একা পেয়ে ঘরের ভেতর ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এরপর ওই তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মকছেদুল পালিয়ে যান। পরদিন বুধবার ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। পরে বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’