হোম > অপরাধ > সিলেট

চাচার টাকা আত্মসাতের মামলায় ভাতিজা কারাগারে

সিলেট প্রতিনিধি

সিলেটে চাচার থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে ভাতিজা ইমন খানকে (২৮) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

গ্রেপ্তারকৃত ইমন খান মোগলাবাজার থানাধীন গোটাটিকর পাঠানপাড়া এলাকার দিলদার খানের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, চাচা বদরুল খানের (৩৯) কাছে ব্যবসায় অংশীদার করার কথা বলে টাকা ঋণ চান তাঁর ভাতিজা ইমন খান। এ জন্য বদরুলকে ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ডিলারশিপের ভুয়া একটি আবেদনপত্রও দেখান তিনি। সেটি দেখে চাচা বদরুল চলতি বছরের মার্চ মাসে ১০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে দু’ধাপে ভাতিজা ইমনকে ৭ লাখ ৩৫ হাজার টাকা দেন। পরে লাভের কোনো টাকা না দিয়ে বদরুলের সঙ্গে নানা টালবাহানা শুরু করেন ইমন। একপর্যায়ে টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে ডিলারশিপের সেই আবেদনপত্রের ফটোকপি নিয়ে টিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যান বদরুল। এ সময় তাঁর কাছে ইমনের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। 

ঘটনাটি জানতে পেরে মামলা দায়ের করেন বদরুল। পরে গতকাল মঙ্গলবার মোগলাবাজার থানা-পুলিশ অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করে। আজ আদালত ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে উপপরিদর্শক বলেন, চাচার দায়ের করা মামলায় ভাতিজাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। 

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন