হোম > অপরাধ > সিলেট

সিলেটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘর ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের বনকলাপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ভুক্তভুগী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ তসির আহমদের স্ত্রী শাহেনা বেগম আজকের পত্রিকাকে জানান, গরের এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া এলাকায় তিনি ৩ শতক জায়গা কেনেন। পরে সেখানে টিনশেডের একটি ঘর নির্মাণ করে এক মহিলাকে ভাড়া দেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী আশরাফুল আলম খান সেই ৩ শতক জায়গা তাঁর বলে কিছুদিন পরপরই জবরদখলের চেষ্টা করেন। 

এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সর্বশেষ আদালত সেই জায়গার ওপর স্থিতাবস্থা জারি করেন। এরই মাঝে সোমবার রাত ১০টার দিকে আশরাফুল আলম খান ১০-১৫ জন লোক নিয়ে এ ঘর ভাঙচুর করেন বলে শাহেনা বেগমের ছেলে সুমন আহমদ অভিযোগ করেন। 

তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন আশরাফুল আলম খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে আমার ২৪ শতক জায়গা রয়েছে। ক্রয় সূত্রে আমি এবং আমার স্ত্রী এই জায়গার মালিক। কিন্তু ওই শাহেনা বেগমের ছেলে ও তাঁর সহযোগীরা আমার কাছে চাঁদা দাবি করেছে। তাঁরা ওই জায়গার কোনো মালিকই নন। চাঁদা দিইনি বলেই এমন মিথ্যা ঘটনা সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে আমি ইতিপূর্বে একটি চাঁদাবাজি মামলাও করেছি। আর যে সময় তাঁরা ভাঙচুরের কথা বলছে সে সময় আমি এয়ারপোর্ট থানায় ছিলাম। একজন পুলিশ সদস্য এর সাক্ষীও আছেন।’ 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনকারী অফিসার ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। তবে আমরা গিয়ে ওখানে কাউকে পাইনি। বাকিটা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন