হোম > শিক্ষা > ক্যাম্পাস

এনএসইউতে মিশনভিত্তিক উদ্ভাবনের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের ওপর সেমিনার

বিজ্ঞপ্তি

এনএসইউতে মিশনভিত্তিক উদ্ভাবনের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের ওপর সেমিনার। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ ১৬ জানুয়ারি ‘মিশনভিত্তিক উদ্ভাবনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডি ফিল ক্যান্ডিডেট মোহাম্মদ আতাউল করিম।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এনএসইউর আইন বিভাগের সিনিয়র প্রভাষক মো. রজব আলী।

সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং এর মাধ্যমে উদ্ভাবন ও সামাজিক কল্যাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। প্রধান বক্তা মো. করিম এআই প্রযুক্তির বর্তমান অবস্থা, এর নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ এবং মিশনভিত্তিক উদ্ভাবনের ভূমিকার ওপর আলোকপাত করেন।

মো. করিম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। তবে এর সঠিক নিয়ন্ত্রণ ও নীতিমালা প্রণয়ন না করা হলে, এটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং মিশনভিত্তিক উদ্ভাবনের জন্য এআই নিয়ন্ত্রণ অপরিহার্য।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি সর্বদা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা ও গবেষণাকে উৎসাহিত করে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সেমিনার আমাদের শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে।

সেমিনারের সমাপনী বক্তব্যে মো. রজব আলী অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এআই নিয়ন্ত্রণ নিয়ে এই আলোচনা আমাদের ভবিষ্যৎ গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি, এই সেমিনার থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

সেমিনারে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকেরা এআই নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং তাঁদের মতামত দেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা এআইয়ের নৈতিকতা, গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ ও নীতিমালা প্রণয়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মিশনভিত্তিক উদ্ভাবনে গভীর আলোচনা করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইংরেজি শোনার দক্ষতা বাড়ানোর ১০টি কার্যকর টিপস

শেকৃবির সিন্ডিকেট সদস্য হলেন জাহাঙ্গীর ও জাকির

এনআইএসটির নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মেডিকেল ভর্তিতে কোটা বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ মে, আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি

মেডিকেলে ভর্তি পরীক্ষা: কোটায় উত্তীর্ণদের নথিপত্র যাচাইয়ের সিদ্ধান্ত, ১৯৩ জনের ভর্তি স্থগিত

জাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে ২১ জানুয়ারি

অধ্যক্ষকে হুমকি দেওয়া সেই ডিআইএ কর্মকর্তাকে ওএসডি

আইইএলটিএস লিসনিং (পর্ব-৩.২)

অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি

সেকশন