হোম > শিক্ষা > ক্যাম্পাস

এনআইএসটির নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক

নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) আয়োজিত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারি, মঙ্গলবার বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনআইএসটির এডহক (গভর্নিং বডি) কমিটির সভাপতি ড. বিলকিস বেগম। স্বাগত বক্তব্য দেন এনআইএসটির অধ্যক্ষ (চলতি দায়িত্ব) তানজিদা সুপ্তা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে বেসরকারি শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বেশ কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের সফলতার কামনা করেন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন।

নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইংরেজি শোনার দক্ষতা বাড়ানোর ১০টি কার্যকর টিপস

শেকৃবির সিন্ডিকেট সদস্য হলেন জাহাঙ্গীর ও জাকির

এনএসইউতে মিশনভিত্তিক উদ্ভাবনের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের ওপর সেমিনার

মেডিকেল ভর্তিতে কোটা বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ মে, আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি

মেডিকেলে ভর্তি পরীক্ষা: কোটায় উত্তীর্ণদের নথিপত্র যাচাইয়ের সিদ্ধান্ত, ১৯৩ জনের ভর্তি স্থগিত

জাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে ২১ জানুয়ারি

অধ্যক্ষকে হুমকি দেওয়া সেই ডিআইএ কর্মকর্তাকে ওএসডি

আইইএলটিএস লিসনিং (পর্ব-৩.২)

অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি

সেকশন