হোম > বিনোদন > গান

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ইমন চৌধুরী। ছবি: সংগৃহীত

দুই বছর আগে হেলাল হাফিজের ‘প্রস্থান’ কবিতা থেকে ‘পত্র দিও’ শিরোনামের গান তৈরি করেছিলেন সংগীত পরিচালক ইমন। এবার পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে গান তৈরি করলেন ইমন। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।

সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী। কবিপরিবারের অনুমতি নিয়েই পল্লিকবির কবিতা থেকে গানটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমন চৌধুরী। তিনি জানান, বেঙ্গল সিম্ফোনি থেকে নিয়মিত প্রকাশ করা হবে গান। ইমন চৌধুরী বলেন, ‘গত দেড় বছর আমরা ২৫ থেকে ৩০ জন একসঙ্গে গান–বাজনা করছি। সবাই মিলে তৈরি করেছি বেঙ্গল সিম্ফোনি টিম। আমাদের মূল স্বপ্ন বাংলা গানকে সমৃদ্ধ করা।’

ফুল নেয়া ভালো নয় গানের পোস্টার । ছবি: সংগৃহীত

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কনক খন্দকার কক্সবাজারে হয়েছে গানের মিউজিক ভিডিওর দৃশ্যধারণ। কনক বলেন, ‘ইমন চৌধুরীকে আমি মিউজিশিয়ান হিসেবে খুবই পছন্দ করি, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। গানটি যেহেতু পল্লিকবির কবিতা থেকে করা হয়েছে, তাই একটা সহজ–সুন্দর নির্মাণের চেষ্টা করেছি।’

ফুল নেয়া ভালো নয় গানের ভিডিও দৃশ্যে বেঙ্গল সিম্ফনি টিমের সদস্যরা। ছবি: সংগৃহীত

ইমন চৌধুরী মনে করেন, তাদের শুরুটা হয়েছে খুব মিষ্টি আয়োজনে। আগামীতে আরও সুন্দর গান উপহার দিতে পারবেন তাঁরা।

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

সেকশন