হোম > বিনোদন > বলিউড

বাবা সিদ্দিকির চেয়েও ভয়ংকর পরিণতি হবে সালমানের: পুলিশের ফোনে হুমকি

অনলাইন ডেস্ক

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা ছিলেন বাবা সিদ্দিকি। রাজনীতির পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে সখ্য ছিল তাঁর। ১২ অক্টোবর গুলি করে হত্যা করা হয় তাঁকে। এর পর থেকে চাউর হয়েছে বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতাই কি হত্যার কারণ? এবার সালমানের কাছে এল আরও দুটি নতুন হুমকির বার্তা। ওই বার্তায় লেখা ছিল, বাবা সিদ্দিকির থেকেও ভয়ংকর পরিণতি হবে সালমানের। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ের ওরলি পুলিশের ফোনে এই হুমকির বার্তা আসে। যে নম্বর থেকে বার্তা পাঠানো হয়, সেটি ভারতেরই। বার্তায় সালমানের থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে সেই বার্তা মুছে দেওয়া হয়। হুমকি বার্তা আসার পরেই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

ওই বার্তায় লেখা ছিল, ‘বিষয়টিকে হালকাভাবে নেবেন না। সালমান খান যদি বাঁচতে চান এবং বিষ্ণোইদের সঙ্গে শত্রুতায় ইতি টানতে চান, তাহলে তাঁকে পাঁচ কোটি টাকা দিতে হবে। এই টাকা না দিলে সালমানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।’ 

বেশ কয়েক বছর আগে সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই সালমানকে ক্ষমা করার বিষয়ে একটি শর্ত দেন। বিষ্ণোইদের মুকাম মন্দিরে গিয়ে সবার সামনে ক্ষমা চাইতে হবে সালমানকে। মানুষের ভাবাবেগে আঘাত করার দায় নিতে হবে। তবে ওই সময় সালমানের তরফ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। 

উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকেই সালমানের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের শত্রুতার শুরু। দীর্ঘদিন তারা সালমানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। চলতি বছরেও সালমানের বাড়ির সামনে গোলাগুলি করে দুষ্কৃতকারীরা। সেই থেকে সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে দেয় মুম্বাই পুলিশ। এবার বাবা সিদ্দিকির খুনের পর সেই নিরাপত্তা আরও একধাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন। মাস দুই আগেই খুনের হুমকি পেয়েছিলেন প্রয়াত এই নেতাও। মুম্বাই পুলিশ জানিয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্যরা বাবা সিদ্দিকির খুনের দায় স্বীকার করেছে। শুধু তা-ই নয়, তাদের দাবি সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। বাবা সিদ্দিকির মৃত্যুর পরে সালমান ও তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন—

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

সেকশন