হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক

‘তালমার রোমিও জুলিয়েট’ সিরিজের দৃশ্য

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

মেসমেট (বাংলা সিরিজ)

  • অভিনয়: আফজাল হোসেন, মোস্তাফিজ নূর ইমরান, আব্দুল্লাহ আল সেন্টু
  • দেখা যাবে: বঙ্গ
  • গল্পসংক্ষেপ: দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় মামুনকে। স্বপ্নে সে মানুষের মৃত্যু দেখে। ভয়ানক বিষয় হলো, যেভাবে সে স্বপ্ন দেখে, সেভাবেই মানুষটি মারা যায়। পরামর্শ নিতে মামুন শরণাপন্ন হয় আফজালুর রহমান নামের এক মনোবিজ্ঞানীর। একসময় নিজেই নিখোঁজ হয় মনোবিজ্ঞানী। তাকে খুঁজতে গিয়ে গোয়েন্দা বিভাগ পড়ে অথৈ জলে।

তালমার রোমিও জুলিয়েট (বাংলা সিরিজ)

  • অভিনয়: অনির্বাণ ভট্টাচার্য, দেবদত্ত রাহা, হিয়া রায়
  • দেখা যাবে: হইচই
  • গল্পসংক্ষেপ: উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে লেখা হয়েছে সিরিজটির গল্প। তবে এ গল্পের প্রেক্ষাপট পশ্চিমবঙ্গের একটি গ্রাম। বাড়ির অমতে প্রেম, দুই ভিন্ন ধর্মের প্রেমিক-প্রেমিকা আর তাদের লড়াইয়ের কাহিনি উঠে এসেছে এতে। পরিবার নাকি প্রেম—কে জিতবে সেই লড়াইয়ে? সেটাই দেখা যাবে তালমার রোমিও জুলিয়েটে।

ডেডপুল অ্যান্ড উলভারিন (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: রায়ান রোনাল্ডস, হিউ জ্যাকম্যান, এমা কোরিন
  • দেখা যাবে: ডিজনি প্লাস হটস্টার
  • গল্পসংক্ষেপ: মার্ভেলের অন্যতম জনপ্রিয় চরিত্র ডেডপুল। এতে রায়ান রোনাল্ডস অভিনয় করেছেন আরও দুবার। অন্যদিকে উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানের তুলনা নেই। দুই চরিত্র এবার এক হয়েছে এ সিনেমায়। মাল্টিভার্স রক্ষা করতে গিয়ে সংকটে পড়ে ডেডপুলের জীবন। তাকে বাঁচাতে এগিয়ে আসে উলভারিন।

নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল (তথ্যচিত্র)

  • দেখা যাবে: নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: দক্ষিণি অভিনেত্রী নয়নতারার উত্থানের গল্প দেখা যাবে এতে। তথ্যচিত্রে এমন কিছু বিষয় সামনে নিয়ে আসবে, যা এত দিন ছিল অজানা। অভিনেত্রী দীর্ঘ সময় ধরে তাঁর ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন। তরুণ অভিনয়শিল্পীদের অনুপ্রেরণা দিতে তা প্রকাশ করেছেন এ তথ্যচিত্রে। নয়নতারার জন্মদিন উপলক্ষে এটি মুক্তি পাবে ১৮ নভেম্বর।

ফ্রিডম অ্যাট মিডনাইট (হিন্দি সিরিজ)

  • অভিনয়: সিদ্ধান্ত গুপ্ত, চেরাগ বোহরা, রাজেন্দ্র চাওলা
  • দেখা যাবে: সনি লিভ
  • গল্পসংক্ষেপ: ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস উঠে এসেছে এ সিরিজে। ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের লেখা একই নামের বই অবলম্বনে লেখা হয়েছে কাহিনি। এতে দেখা যাবে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সরদার পল্লভভাই প্যাটেলের মতো গুরুত্বপূর্ণ চরিত্রকে।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

সেকশন