হোম > বিনোদন > বলিউড

আসছে রাউডি রাঠোরের সিকুয়েল

বিনোদন ডেস্ক

রাউডি রাঠোর চরিত্রে অক্ষয়। ছবি: সংগৃহীত

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘রাউডি রাঠোর’। সঞ্জয় লীলা বানসালীর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রভু দেবা। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত সিনেমাটি। মুক্তির ১৩ বছর পর আসছে সিনেমাটির সিকুয়েল।

মুক্তির পর বেশ কয়েকবার রাউডি রাঠোর সিনেমার সিকুয়েলের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা শুটিং সেট পর্যন্ত গড়ায়নি। তবে এবার নাকি প্রযোজক সঞ্জয় লীলা বানসালি আটঘাট করেই নেমেছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কন্নড় পরিচালক প্রেমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন বানসালি। এখন চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ। আগামী বছর শুরু করতে চান শুটিং। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

রাউডি রাঠোর সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তবে সিকুয়েলে এই অভিনেতাকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বক্স অফিসে একের পর এক ফ্লপ দিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন অক্ষয়। এমন অবস্থায় অক্ষয়কে নিয়ে প্রযোজক বাজি ধরবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা।

শোনা যাচ্ছে, রাউডি রাঠোরের সিকুয়েলে থাকতে পারেন দুই নায়ক। দ্বিতীয় নায়ক হিসেবে শহীদ কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা ও টাইগার শ্রফের নাম উঠে এসেছে আলোচনায়। তবে কে বা কারা থাকছেন এটা নিশ্চিত হওয়া যাবে আনুষ্ঠানিক ঘোষণার পর। সেই পর্যন্ত থাকতে হবে অপেক্ষায়।

গানে ফিরছেন সাবিনা ইয়াসমিন

সাহিত্যের উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে জয়া আহসান

সমালোচনায় খেপে গেলেন সাবরিনা কার্পেন্টার

আমিরের ‘সিতারে জমিন পার’ আসবে ডিসেম্বরে

মায়ের কণ্ঠে মেয়ের গান

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’ ২০ বছর আগের গান যেভাবে ভাইরাল, অর্থ জানেন কি

ষাট বছর আটকেছেন ৩০-এ, যা বললেন শাহরুখ

সঞ্জয়ের সিনেমায় মোশাররফ করিম ও শরিফুল রাজ

অস্কারে মনোনয়ন পাওয়া সিনেমাগুলো দেখা যাবে যেখানে

চ্যানেল আইয়ে আজ থেকে সালাহউদ্দিন লাভলুর ‘আপন মানুষ’

সেকশন