বিনোদন প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ সরকারের পতনের পর অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের হাত থেকে মুক্তির দাবি জানিয়ে প্রতিবাদ জানাচ্ছেন নানা অঙ্গনের শিল্পীরা। দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পদত্যাগ দাবি করেছেন মঞ্চকর্মীরা। এক যুগের বেশি সময় ধরে দায়িত্বে থাকা মহাপরিচালক আজ পদত্যাগ করেছেন। এবার দেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনকে সংস্কারের দাবি তুলেছেন গানের শিল্পীরা।
মুক্ত শিল্পী সমাজের ব্যানারে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় রামপুরায় অবস্থিত বিটিভির সামনে অবস্থান নেবেন শিল্পীরা। আওয়ামী লীগ সরকারপন্থীদের প্রভাব থেকে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেলকে মুক্ত করার আহ্বান জানাবেন তাঁরা।
এ বিষয়ে মুক্ত শিল্পী সমাজের প্রতিনিধি ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী মুহিন খান বলেন, ‘এটা আমাদের অরাজনৈতিক একটি অবস্থান। গত ১৬ বছরে বিটিভিতে দলীয়করণের যে মহা উৎসব দেখা গেছে, তা থেকে পরিত্রাণ চাই আমরা। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই যেন বিটিভিতে কাজের সুযোগ পান, আমরা সেটা চাই। এ ছাড়া মিউজিক রেগুলেটরি কমিশনের অনুমোদন, শিল্পীদের (গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সংগীত পরিচালক ও শব্দগ্রাহক) পেশার স্বীকৃতি, দলীয়করণমুক্ত, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি দূর করা, সরকারি-বেসরকারি সব মাধ্যমে শিল্পীদের সম্মানী বৃদ্ধি, রয়ালটির সমবণ্টন, অডিও-ভিডিও কোম্পানির একাধিপত্য দূরকরাসহ অনেক যৌক্তিক দাবি তুলে ধরা হবে।’