হোম > বিনোদন > বলিউড

শাহরুখকে হত্যার হুমকিদাতাকে খুঁজতে গিয়ে আইনজীবী ও চোর পেল পুলিশ

অনলাইন ডেস্ক    

শাহরুখ খান। ফাইল ছবি

বলিউড ভাইজান সালমান খানের পর এবার খুনের হুমকি পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ৫০ লাখ টাকা পণ না হলে প্রাণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই হুমকিও কি তবে বিষ্ণোই গ্যাংয়ের। কারণ ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর খুনের দায় স্বীকার করে ওই গ্যাংয়ের ভাষ্য ছিল—সালমান ঘনিষ্ঠদের এমন পরিণতিই হবে। এদিকে নিজের জন্মদিনে নিরাপত্তার কথা মাথায় রেখে মান্নাতের ছাদে ভক্তদের দেখা দেননি বলিউড বাদশা।

এসব ধারণা-সম্ভাবনার মধ্যে হুমকির পর তদন্তে নেমে মুম্বাই পুলিশ পেয়েছে এক মোবাইল ফোন ‘চোরের’ তথ্য। এক আইনজীবীর চুরি হওয়া মোবাইল ফোন থেকে এমন হুমকি। তবে ঘটনার তদন্তে ওই আইনজীবীকে কড়া নজরদারিতে রাখা হয়েছে, সেই সঙ্গে চলছে সেই ‘চোর’ খোঁজার কাজ।

ভারতীয় গণমাধ্যম বলছে, শাহরুখ খানকে হুমকি দেওয়া সেই মোবাইল ফোন ট্র্যাক করে মুম্বাই পুলিশ। এতে জানা যায় এই উড়ো কলটি আসে ছত্তিশগড় থেকে। ফোনের লোকেশন যাচাই করে সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ফয়জান খান নামের এক আইনজীবীর মোবাইল ফোন থেকে কাজটি করা হয়েছে। কিন্তু কাজটি ওই আইনজীবী করেননি, করেছে চোর। কারণ শাহরুখের জন্মদিনে তাঁর মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়জান বলেন, ‘আমার চুরি করা ফোন থেকেই কেউ হুমকি দিয়েছে। কারণ, ফোন খোয়া যাওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছি আমি।’

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

সেকশন