বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির প্রতিটি পর্ব ধারণ করা হয় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং হয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবে খ্যাত পুরাকীর্তি সমৃদ্ধ নগরী বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বাগেরহাটকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন সোহান, কণ্ঠ দিয়েছেন রাজীব, অয়ন চাকলাদার, তানজিনা রুমা ও এমেলি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন বাগেরহাটের সন্তান সংগীতশিল্পী নাসির ও সানজিদা রিমি।
ইত্যাদির প্রতিটি পর্বে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করা হয়। এবারের ইত্যাদিতেও রয়েছে কিছু মানবিক, সচেতনতা, তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন বাগেরহাটের জনপ্রিয় লোক বাদ্যযন্ত্র শিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার ও তাঁর কয়েকজন শিক্ষার্থী। মঞ্চে তাঁরা দেশীয় বাদ্যযন্ত্রের মাধ্যমে খুলনা অঞ্চলের জনপ্রিয় শিল্পীদের গাওয়া কয়েকটি গানের সুর তোলেন। এছাড়া, তারিখ ও সময় সংক্রান্ত একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু প্রদর্শন করেন জাদুকর ম্যাজিক রাজিক। চিঠিপত্র বিভাগে বাগেরহাটের এক ব্যতিক্রমী নারী উদ্যোক্তার জীবনসংগ্রামের চিত্র তুলে ধরা হয়।
এছাড়াও ইত্যাদির নিয়মিত আয়োজন নানি-নাতির পর্বসহ সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের ওপর রয়েছে বেশ কিছু তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। ইত্যাদির নতুন পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ২৯ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।