বিনোদন প্রতিবেদক, ঢাকা
পাবনা ও হবিগঞ্জের পর আজ ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হচ্ছে রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’র অডিশন। ইতিমধ্যে অডিশন রাউন্ডের তিন বিচারক, সঞ্চালকসহ পুরো টিম অবস্থান করছে কালিয়াকৈরে।
পেশাগত কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি যাঁরা শখের বশে গান করেন, স্কয়ার গ্রুপের সেই সব প্রতিভাবান সংগীতশিল্পীকে বড় মঞ্চে গান করার সুযোগ করে দিচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’। অডিশন রাউন্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন লোকসংগীতশিল্পী ও গবেষক অণিমা মুক্তি গোমেজ; সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক সুজন আরিফ এবং সংগীতশিল্পী ও সুরকার পুলক অধিকারী।
সংগীতশিল্পী সুজন আরিফ বলেন, ‘রিয়েলিটি শো হিসেবে টিভি পর্দায় দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে এটা যেমন সত্যি; পাশাপাশি নেপথ্যে যাঁরা কাজ করেছেন, পুরো টিমের সাথে আমাদের অভিজ্ঞতাও বেশ সুখকর।’ শিল্পী পুলক অধিকারী বলেন, ‘প্রত্যাশার চাইতেও গুণী শিল্পী পাচ্ছি ‘স্কয়ার সুরের সেরা’ থেকে। যাঁরা নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে নিজেকে তো এগিয়ে যাবেনই, সেই সাথে গর্বিত করবে ‘স্কয়ার’ গ্রুপকে।’
খুব শিগগিরই মাছরাঙা টেলিভিশনে ‘স্কয়ার সুরের সেরা’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অজয় পোদ্দার। তিনি জানান, স্কয়ার গ্রুপের পরিচয়পত্র বহনকারী যেকোনো সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
প্রযোজক জানান, পাবনা অডিশন থেকে আটজন এবং হবিগঞ্জ থেকে চারজনকে বিচারকেরা স্কয়ার কার্ড দিয়েছেন। যাঁরা পরে ঢাকায় স্টুডিও রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।