বিনোদন প্রতিবেদক
ঢাকা: পুরো গল্পজুড়েই রয়েছে বৃষ্টি। কখনো ঝুমবৃষ্টি, কখনো ঝিরিঝিরি। গল্পের প্রয়োজনেই তাই টানা তিন দিন শুটিং করতে হলো বৃষ্টিতে। বৃষ্টি তো আর বলেকয়ে আসে না, তাই কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছিল বৃষ্টির। অবশ্য বেশ কয়েকটি দৃশ্যে সত্যি সত্যিই নেমেছিল অঝোর ধারা। আসন্ন ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি বানিয়েছে ‘হ্যালো শুনছেন?’ নামের নাটকটি। মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিষা। নাটকের পুরো গল্পটা এখনই প্রকাশ করতে না চাইলেও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটা একটা অদ্ভুত প্রেমের গল্প।
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।