হোম > বিনোদন > টেলিভিশন

জনপ্রিয় সাবলেট মীর সাব্বির

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাবু মহল্লার খুব জনপ্রিয় একটি নাম, তবে সে কোন মহৎ কাজ করে মহল্লায় জনপ্রিয় হয়নি। মহল্লার প্রায় সব বাসাতেই সাবলেট ভাড়া থেকে সবার কাছে পরিচিত হয়েছে। বাবু এক বাসায় বেশি দিন থাকতে পারেনা। বাবু বাসায় উঠার পর এমন আচরন করা শুরু করে বাসার অন্যান্যদের সঙ্গে, লোকজনদের সাথে মনে হয় যেন এটা তার নিজের বাসা আর বাসার অন্য ভাড়াটিয়া তার ভাই, বোন, বন্ধু ,বউ এমনকি প্রেমিকা। এমন একটি চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। নাটকের নাম ‘সাবলেট বাবু’। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটি শিগগিরই দেখা যাবে আরটিভির পর্দায়।

গল্পে দেখা যাবে, মাহি স্বল্প বেতনের চাকরি করে। মাহির সমস্যা হলো সে সাধারণ কোন বাসায় থাকতে পারেনা, চাকরিটা স্বল্প বেতনের হলেও সে ভালো বাসায় থাকবে, সেজন্য তার বাসা ভাড়া সামলাতে হিমশিম খেতে হয়, তার পরিবার ঠিক করলো তাদের যে রুমটি খালি থাকে তা সাবলেটে ভাড়া দিয়ে দিবে। কথামত মাহি সাবলেটের লিফলেট লাগিয়ে দেয়। মাহির চরিত্রটি করছেন উর্মিলা শ্রাবন্তী কর।

মাহির লিফলেট দেখেই বাবু পরের দিন বাসায় এসে হাজির, বাবু সাবলেট রুমটি ভাড়া নিতে চায়। তাড়াতাড়ি ভাড়াটিয়া পেয়ে খুশি মাহির পরিবার। এরপর থেকে বাবু মাহির বাসায় থাকা শুরু করবে। এভাবেই গল্প এগিয়ে যাবে।

নাটকটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ আরো অনেকে। 

 

স্ক্রিনশট ফাঁস নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা নিয়ে যা জানালেন হানিফ সংকেত

‘ইত্যাদির টিমের কিছু হয়নি, চারদিকে ভুয়া নিউজ’—আশ্বস্ত করলেন রবি চৌধুরী

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

নতুন নাটকে রিচি

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, স্বাগতার প্রশ্ন ‘আমার ভুল কোথায়?’

বড়দিনের টিভি আয়োজন

বিটিভির ৬০ বছর পূর্তি

নতুন নাটকে দ্বৈত চরিত্রে মৌ

বিটিভিতে আজ প্রচারিত হবে নাটক ‘কলংক’

সেকশন