বিনোদন প্রতিবেদক, ঢাকা
ডাক্তার সফদার চৌধুরী এবং তাঁর বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গাপূজা ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসব ঘিরে শিশুরা ইউটিউবের জন্য একটি গানের ভিডিও তৈরির পরিকল্পনা করে। গানের ভিডিওকে কেন্দ্র করে শিশুদের মধ্যে মনোমালিন্য হয়। তা দেখে সফদার দাদু নিজের শৈশবের স্মৃতিচারণ করেন।
ছোটবেলায় পূজা উপলক্ষে নাটকের আয়োজন করা হলে সেই নাটকের কাজ করতে গিয়ে এক বন্ধুর সঙ্গে সফদার দাদুর মনোমালিন্য হয়। একসময় তারা বড় হয়ে যায়, কিন্তু সেই বন্ধুকে আর খুঁজে পায় না। এ ঘটনায় সফদার দাদুকে আবেগপ্রবণ হয়ে যেতে দেখে শিশুরা দাদুর শৈশবের বন্ধুকে খুঁজে বের করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে তারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় এবং নানান মজার ঘটনা ঘটিয়ে দাদুর বন্ধুকে খুঁজে পায়।
দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’-সিজন ২-এর পরিচালক পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ জুনি, কাওসার এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমনসহ আরও অনেকে। নাটকটি দেখা যাবে ২২, ২৩, ২৪ অক্টোবর ২০২৩ সকাল ৯টা ৩০ মিনিটে, দুপুর ২টায় ও রাত ৯টায়।
শারদীয় দুর্গোৎসবে দুরন্ত টিভিতে আরও থাকছে আগামী ২২ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’, ২৪ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’ এবং বিজয়া দশমীর বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’ সন্ধ্যা ৬টায় এবং ‘আলোয় ভুবন ভরা’ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।