বিনোদন ডেস্ক
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রথম ছবি ‘প্রজাপতি’র জনপ্রিয় একটি গান ‘ছোট ছোট আশা’। এর কিছু অংশের শুটিং হয়েছিল সিলেটে। ১০ বছর পর আবারো শুটিংয়ের জন্য সেখানে গেলেন তিনি। বানিয়েছেন ‘মায়ায় থেকো’ নামের একটি নাটক। সিলেটের বিয়ানীবাজারে এর শুটিং হয়েছে।
নাটকটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মনিরা মিঠু। প্রেমিক-প্রেমিকা চরিত্রে আছেন সারিকা সাবরিন ও মুশফিক ফারহান। রাজের পরিচালনায় সবশেষ ছয়-সাত বছর আগে ‘আমি তুমি’ নাটকে অভিনয় করেছিলেন সারিকা।
নাটকটি প্রযোজনা করেছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এ বছরেই মুক্তি পাবে ‘মায়ায় থেকো’।