হোম > বিনোদন > টেলিভিশন

মনোজ-ফারিয়ার দ্বন্দ্ব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আরটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘নোনাজলের বৃষ্টি’। ২২জানুয়ারী শনিবার রাত আটটায় চ্যানেলটিতে দেখা যাবে এই নাটক। রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামানিক, শবনম ফারিয়া, অর্ণব চৌধুরী, এম এইচ সুমন, নওশীন মেঘলা, সাইফ খান, শাহরীয়া আলভিকা, স্বাধীন চৌধুরী।

গল্পে দেখা যায় ফাহাদ ও নোমান দুই বন্ধু বেড়াতে আসে কক্সবাজারে। ঠিক একই ভাবে বৃষ্টি ও শ্রেয়াকে নিয়ে বেড়াতে আসে কক্সবাজারে। একই হোটেলে ওঠে কিন্তু বিপত্তী ঘটে হোটেল রুম বুকিং নিয়ে। ভূলবশত একই রুম দুই পক্ষের নামে বুকিং হয়ে যায়। শুরু হয় বাক বিতন্ডা। অবশেষে কোনভাবে আরেকটি রুম জোগাড় করে দিয়ে দ্বন্দ্ব মেটায় হোটেল ম্যানেজার।

এরপর বৃষ্টি যে স্পট ঘুরতে যায় ঘটনাক্রমে সেখানে দেখা মেলে ফাহাদের। সেখানেও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বৃষ্টির ধারনা ফাহাদ তাকে ফলো করছে এবং ইভটিজিং করবার চেষ্টা করছে। নোমান অনেক বোঝাবার চেষ্টা করলেও বৃষ্টি মানতে নারাজ। অপরদিকে অর্ণব সোজা অষ্ট্রেলিয়া থেকে চলে আসে বৃষ্টিকে আংটি পড়াবে বলে। তারা দুজনে কাজিন। কিন্তু বৃষ্টি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। গল্পের মোড় নেয় অন্য দিকে। এভাবেই এগিয়ে চলে ‘নোনাজলের বৃষ্টি’ নাটকের গল্প।

স্ক্রিনশট ফাঁস নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা নিয়ে যা জানালেন হানিফ সংকেত

‘ইত্যাদির টিমের কিছু হয়নি, চারদিকে ভুয়া নিউজ’—আশ্বস্ত করলেন রবি চৌধুরী

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

নতুন নাটকে রিচি

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, স্বাগতার প্রশ্ন ‘আমার ভুল কোথায়?’

বড়দিনের টিভি আয়োজন

বিটিভির ৬০ বছর পূর্তি

নতুন নাটকে দ্বৈত চরিত্রে মৌ

বিটিভিতে আজ প্রচারিত হবে নাটক ‘কলংক’

সেকশন