বিনোদন প্রতিবেদক, ঢাকা
আরটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘নোনাজলের বৃষ্টি’। ২২জানুয়ারী শনিবার রাত আটটায় চ্যানেলটিতে দেখা যাবে এই নাটক। রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামানিক, শবনম ফারিয়া, অর্ণব চৌধুরী, এম এইচ সুমন, নওশীন মেঘলা, সাইফ খান, শাহরীয়া আলভিকা, স্বাধীন চৌধুরী।
গল্পে দেখা যায় ফাহাদ ও নোমান দুই বন্ধু বেড়াতে আসে কক্সবাজারে। ঠিক একই ভাবে বৃষ্টি ও শ্রেয়াকে নিয়ে বেড়াতে আসে কক্সবাজারে। একই হোটেলে ওঠে কিন্তু বিপত্তী ঘটে হোটেল রুম বুকিং নিয়ে। ভূলবশত একই রুম দুই পক্ষের নামে বুকিং হয়ে যায়। শুরু হয় বাক বিতন্ডা। অবশেষে কোনভাবে আরেকটি রুম জোগাড় করে দিয়ে দ্বন্দ্ব মেটায় হোটেল ম্যানেজার।