বিনোদন প্রতিবেদক, ঢাকা
স্বর্ণ যুগের সেরা গান নিয়ে আরটিভি’র নিয়মিত বৈঠকী গানের অনুষ্ঠান ‘স্যান্ডেলিনা এই রাত তোমার আমার’ ৪০০ তম পর্বে পদাপর্ণ করতে যাচ্ছে। ২৩ মে ২০১৭ সালে প্রচার শুরু হয় অনুষ্ঠানটির। শাহরিয়ার ইসলামের প্রয়োজনায় এবং ইফতেখারুল আলম টিটন এর গ্রন্থণা ও গবেষনায় প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৭টা ২৫ মিনিটে আরটিভির পর্দায় নিয়মিত প্রচার হয়ে আসছে অনুষ্ঠানটি। উপস্থাপনায় থাকেন দিঠি আনোয়ার অথবা অনুপমা মুক্তি।