বিনোদন প্রতিবেদক, ঢাকা
চয়নিকা চৌধুরীর নতুন নাটক ‘অলীক বিভ্রম’। এই নাটকে একসঙ্গে অভিনয় করলেন তারিন জাহান, শহীদুজ্জামান সেলিম ও নওরীন হাসান খান জেনি। শুটিং হয়েছে সাভারের ফিল্ম ভ্যালিতে। ইফফাত আরেফিন তন্বীর লেখা নাটকটি দিয়ে অনেক দিন পর একক নাটকে ফিরেছেন জেনি। অন্যদিকে নির্মাতা চয়নিকা চৌধুরী সম্প্রতি ঘোষণা দিয়েছেন তাঁর দ্বিতীয় ছবির। মাহিয়া মাহিকে নিয়ে ‘অহংকারী বউ’ নামে নতুন ছবির কাজে হাত দিয়েছেন চয়নিকা।
ছোটপর্দার পরীক্ষিত নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রথমবার বড় পর্দায় এসে দিয়েছেন দক্ষতার পরিচয়। গেল বছর মুক্তিপ্রাপ্ত তাঁর পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শক মহলে।
‘অহংকারী বউ’ থাকছে পুরোপুরি পারিবারিক গল্পের বুনন। প্রযোজনা করছেন শোবিজের পরিচিত মুখ ডিএ তায়েব। নির্মাতা চয়নিকা জানান, ‘অহংকারী বউ’ একটি রেডি প্রজেক্ট। কিছুটা আচমকায় আমাকে এটি পরিচালনার প্রস্তাব দেন ডিএ তায়েব ভাই। অত্যন্ত সজ্জন একজন মানুষ। বিশ্বাস আর নির্ভরতা নিয়ে তিনি আমাকে এই প্রজেক্টটি পরিচালনার প্রস্তাব দেন, আর না করতে পারিনি।
চয়নিকা বলেন, কমল সরকারের গল্পে ‘অহংকারী বউ’ এর চিত্রনাট্য তৈরী হয়েছে। আমি গল্পটি শুনেছি, ভালো লেগেছে। পারিবারিক কাহিনী। তায়েব ভাইয়ের প্রতি দায়বদ্ধতা থেকে প্রজেক্টটি পরিচালনা করছি। বলা যায়, এই প্রজেক্টের সব প্রস্তুত শুধু আমি একজন পেইড ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছি।