হোম > বিনোদন > টেলিভিশন

আসছে তৌসিফ মাহবুবের ‘রূপকথা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মুক্তি পাচ্ছে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের নাটক ‘রূপকথা’। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে এটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব এই কাজটির জন্য নিজের সর্বোচ্চ পরিশ্রম করেছেন বলে জানান। অভিনেতা আশা করেন, এটি তাঁর ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে।

তৌসিফ মাহবুব বলেন, ‘এবার ঈদে যে কয়েকটা কাজ করেছি সেগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি, এর মধ্যে একটা নাটক তো এখনও ট্রেন্ডিংয়ে। কিন্তু ‘‘রূপকথা’’ কাজটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। ‘‘অল টাইম দৌড়ের ওপর’’ এর পর আর কোনো কাজ নিয়ে এতটা এক্সাইটেড ছিলাম না, এমনকি এতটা পরিশ্রমও করিনি। টানা ১৩ দিন শুট করেছি। এমনও হয়েছে কাজটা ভালো করার জন্য তিন দিন আগেই আমি লোকেশনে চলে গিয়েছিলাম যেন কোন কমতি না হয়।’

অভিনেতা আরও বলেন, ‘কাজটা ভালো করতে যতটুকু অ্যাফোর্ট দেওয়া প্রয়োজন তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করেছি। এমনকি, ১৩ দিন শুট করলেও সাধারণত রেগুলার নাটকের জন্য যে পারিশ্রমিক নেই তার চেয়েও কম পারিশ্রমিক নিয়েছি। চেয়েছি আমার পারিশ্রমিকের ওই বাজেটটাও যেন মূল কাজে ব্যবহার হয়। চেষ্টার কমতি রাখিনি। অনেক আশাবাদী আমি, বাকিটা দর্শক দেখার পরই বলুক।’

গল্পের রূপকথার মতো প্রেম এখন আর পর্দায় দেখা না গেলেও ঠিক সেরকম প্রেমের গল্পেই নির্মিত হয়েছে ‘রূপকথা’। এতে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল।

স্ক্রিনশট ফাঁস নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা নিয়ে যা জানালেন হানিফ সংকেত

‘ইত্যাদির টিমের কিছু হয়নি, চারদিকে ভুয়া নিউজ’—আশ্বস্ত করলেন রবি চৌধুরী

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

নতুন নাটকে রিচি

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, স্বাগতার প্রশ্ন ‘আমার ভুল কোথায়?’

বড়দিনের টিভি আয়োজন

বিটিভির ৬০ বছর পূর্তি

নতুন নাটকে দ্বৈত চরিত্রে মৌ

বিটিভিতে আজ প্রচারিত হবে নাটক ‘কলংক’

সেকশন