খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
মৌসুমী হামিদকে এই সময়ের টিভি নাটকের একজন ‘স্ট্রাগলিং’ অভিনেত্রী বলা যায়। কারণ, কয়েক বছর ধরে নাটকে তেমন ভালো চরিত্র তিনি পাচ্ছেন না। নাটকে যাঁদের চাহিদা বেশি, তাঁদের বেশির ভাগই নাকি চলেন সিন্ডিকেট সিস্টেমে। মানে অভিনয়শিল্পীরা আগে থেকেই ঠিক করে রাখেন কারা হবেন তাঁদের সহশিল্পী।
জুটি প্রথার নাম করে এমন চর্চা টিভি নাটকে চলছে কয়েক বছর ধরে। এই চর্চার বলি হয়েছেন মৌসুমী হামিদের মতো অনেকেই, যাঁরা সিন্ডিকেট মেনে চলেন না। তাই বছরজুড়ে অগুনতি নাটক নির্মাণ হলেও খুব কম কাজেই ডাক পেয়েছেন মৌসুমী হামিদ।
কিন্তু হাল ছাড়েননি মৌসুমী। চেষ্টা করেছেন। অপেক্ষা করেছেন। একটা ভালো কাজের তৃষ্ণা তাঁর সব সময়ই ছিল। বেশি কাজের প্রতিযোগিতায় না থেকে, এমন কিছু খুঁজেছেন, যেগুলো অভিনেত্রী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করবে।
জানালেন, ওয়েব সিরিজটির নাম ‘টেক্কা’। দুই ভাইবোনের গল্প। তাঁর ভাই হিসেবে অভিনয় করছেন শ্যামল মাওলা। সিরিজটি বানাচ্ছেন মেহেদি হাসান টিংকু। মৌসুমী হামিদ আশা করছেন, নামের মতোই সিরিজটি টেক্কা দেবে এই সময়ের ওটিটির বাজারে।