ঢাকা: শিরোনামে ‘ফিরছেন’ শব্দটা সারিকার মতো খুব কম তারকার ক্ষেত্রেই ব্যবহার হয়েছে। এই ‘ফিরছেন’ শব্দটা নিয়ে বিপাকে আছেন সারিকাও। নতুন কোনো কাজের খবর প্রকাশ হলেই শব্দটা জুড়ে যায় তাঁর নামে। সেটার কারণও আছে নিশ্চয়ই। অনেকেই অনেক সময় আপত্তি নিয়ে বলেন, সারিকাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না! তাঁর সহশিল্পী থেকে শুরু করে নির্মাতা, এমনকি সংবাদকর্মীরাও তাঁর হদিস জানেন না।
মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পর্দায় ও পর্দার বাইরে যে প্রভাব তিনি বিস্তার করেছিলেন, শামুকের মতো সেটাকে নিজেই গুটিয়ে নিয়েছিলেন। ফিরেছেন কি? প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য যেন মুখিয়ে ছিলেন মডেল-অভিনেত্রী।
বললেন, ‘আমাকে নিয়ে কিছুদিন পরপরই এমন শিরোনাম হয়। কেন হয় জানি না! গত বছর জুলাইয়ে কাজ শুরু করেছি, এর মধ্যে কিন্তু কোনো বিরতি দিইনি। ঈদে খুব সম্ভবত আমার কাজ গিয়েছে ১৮–২০টির মতো আর ৭ পর্বের দুটি ধারাবাহিক নাটক। মাঝখানে তো শুটিংই হয়নি। যখন কাজের ফ্লো আবার বেড়েছে, আমিও কিন্তু তুমুল ব্যস্ত ছিলাম। নাহয় এত কাজের সংখ্যা কীভাবে হয়! আমার ফেরাও কী, আবার হারিয়ে যাওয়ারও–বা কী! ক্যারিয়ারে একবারই ব্রেক নিয়েছিলাম তিন বছরের, আমার মেয়ের জন্মের সময়। ওর বয়স এখন ছয় বছর। এই ছয় বছরে মানুষ আমাকে কম হলেও ২০ বার ফিরিয়েছে। আমি আর কতবার ফিরব? প্রশ্নটা আমারও।’
আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করি না। যে কারণে ক্ষণে ক্ষণে আমার শুটিংয়ের ছবি ফেসবুকে পাওয়া যায় না। এ কারণে অনেকে ভাবেন আমি কাজ করি না বা খুঁজলে পাওয়া যায় না।
সারিকা সাবরিন, অভিনেত্রী
ঈদের কাজগুলো থেকে রেসপন্স কীভাবে পাচ্ছেন? ‘সব কাজ আমার নিজেরও দেখা হয়ে ওঠেনি। তবে ‘জমজ ১৪’ নাটক থেকে অনেক ভালো সাড়া পেয়েছি, মোশাররম করিম ভাইয়ের সঙ্গে। তাহসানের সঙ্গে ‘কম খরচে ভালোবাসা’ এবং চঞ্চল ভাইয়ের সঙ্গে ‘ভাড়ুয়া’; এগুলো থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। শুধু এই তিনটাই নয়, এবার মোটামুটি অনেক কাজ থেকেই ভালো সাড়া পেয়েছি। আমি অনেক গ্রেটফুল দর্শকেরা এতটা ভালোবাসা প্রকাশ করায়।’
‘আমি নিজস্ব নিয়মে কাজ করি। যাঁরা আমার ক্যারিয়ার গ্রাফ দেখেছেন, তাঁরা জানেন আমি কখনোই সারা মাস, সারা বছর কাজ করিনি। পারিও না। আমার রেস্ট দরকার হয়। মুড বুঝে কাজ করি।’
সারিকা সাবরিন, অভিনেত্রী
অনেক পরিচালকের অভিযোগ, সারিকাকে যখন-তখন পাওয়া যায় না। এর উত্তরও দিলেন সারিকা, ‘আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করি না। যে কারণে ক্ষণে ক্ষণে আমার শুটিংয়ের ছবি ফেসবুকে পাওয়া যায় না। এ কারণে অনেকে ভাবেন আমি কাজ করি না বা খুঁজলে পাওয়া যায় না।’
সারিকাকে না পাওয়ার আরেকটি কারণ তাঁর মুঠোফোন নম্বর। নতুন নম্বরটা অনেকেই জানেন না। ‘যে নম্বরটা অনেক দিন ধরে ব্যবহার করছিলাম (শেষের তিন ডিজিট ৭৭৭), যেটা সবাই জানত। সেখানে হয়তো কল দিয়ে না পেয়ে বলেন আমাকে পাওয়া যায় না। অথচ আমার নতুন নম্বরটা সার্বক্ষণিক খোলা থাকে’—কৈফিয়ত দেওয়ার ভঙিতে বললেন সারিকা।