বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিহাব শাহীনের একটি নাটকে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি গেয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এবার তাঁর কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। এনএইচটি মিউজিক বক্স সিজনের ওয়ানে মম গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের গানটি।
রবীন্দ্রসংগীতটি নতুন করে সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। গত এপ্রিলে গানটিতে কণ্ঠ দিয়েছেন মম। নির্মিত হয়েছে গানটির স্টুডিও ভার্সন ভিডিও। গত মাসে মুক্তির কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর হয়নি। অবশেষে আগামী সপ্তাহে এনএইচটি মিউজিক বক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে মমর গাওয়া গানটি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক আহমেদ রাজীব।
গান গাওয়া প্রসঙ্গে মম বলেন, ‘সবাই আমাকে চেনে অভিনয়শিল্পী হিসেবে। এবার দর্শকের সামনে গান নিয়ে আসছি। গান গাওয়া আমার জন্য ভীষণ কষ্টের কাজ। চেষ্টা করেছি কষ্টসাধ্য এই কাজটি করার। আমার চেষ্টা কতটুকু সফল হয়েছে, সেটা বলবে দর্শক। যাঁর জন্য এটা হয়েছে, তিনি হলেন আহমেদ রাজীব।’
সংগীত পরিচালক আহমেদ রাজীব বলেন, ‘এক আড্ডায় মমর কণ্ঠে তোমার খোলা হাওয়ায় গানটি শোনার পর খুব ভালো লাগে। এরপর মমকে গানটি রেকর্ড করার কথা বলি। পেশাদার শিল্পী না হলেও সে খুব ভালো গেয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’
এনএইচটি মিউজিক বক্স সিজন ওয়ানে থাকছে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গান। মমর রবীন্দ্রসংগীতটি ছাড়া বাকি সব গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছয়টি গান। সর্বশেষ প্রকাশিত ‘আমি ভুল করে যাব’ শিরোনামের গানটি গেয়েছেন শফিক তুহিন।