বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি হয়েছে তাঁর অস্ত্রোপচার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে এ অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। তাঁর কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। আর সঙ্গে তিনি লিখেছেন, ‘জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকেরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।’
তাসনিয়া ফারিণ সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে কলকাতার দর্শকদের নজর কেড়েছেন। সিনেমার প্রচারে কলকাতাতেও বেশ কয়েক দিন ছিলেন এ অভিনেত্রী।