বিনোদন ডেস্ক
বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী গওহর জান হয়ে আসছেন কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। আর এ জন্য তিনি শিখছেন গান, নতুন করে তালিম নিচ্ছেন নাচের। তবে কোনো ছবি বা সিরিজে নয়, গওহর জানের চরিত্রে অর্পিতা দেখা দেবেন মঞ্চে। এটাই হতে যাচ্ছে মঞ্চে তাঁর প্রথম কোনো একক শো। নাটকের নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর কলকাতার জিডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হবে এই নাটক। অর্পিতা বলেন, ‘ঘণ্টা দেড়েকের ওয়ান অ্যাক্ট প্লে এটি। এই প্রজেক্টটা থিয়েটারের চেয়েও বেশি কিছু।’
নাটকটির নির্দেশনা দিচ্ছেন অবন্তী চক্রবর্তী। সংগীত পরিচালনা করছেন জয় সরকার।