বিনোদন প্রতিবেদক, ঢাকা
সত্তরের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন আফজাল হোসেন। এরপর টিভি নাটকে অভিনয়, বিজ্ঞাপন নির্মাণ ইত্যাদি নিয়ে ব্যস্ত হলেও একটা সময় পর্যন্ত মঞ্চই ছিল আফজাল হোসেনের ধ্যান-জ্ঞান।
ব্যস্ততার কারণে দীর্ঘ দুই যুগ তিনি মঞ্চ নাটকের বাইরে। দুই যুগ আগে সর্বশেষ ‘কেরামত মঙ্গল’ নামের একটি মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। এতদিন পর সেই চেনা জায়গা মঞ্চ নাটকে ফিরছেন আফজাল হোসেন।
নাট্যকার মাসুম রেজার লেখা ‘পেন্ডুলাম’ নাটকে অভিনয়ের মধ্য দিয়েই বিরতি ভাঙবেন আফজাল হোসেন। এ নাটকের নির্দেশনা দেবেন নাসিরউদ্দীন ইউসুফ। নাটকটি যৌথভাবে প্রযোজনা করছে ঢাকা থিয়েটার ও দেশ নাটক। আগামী ডিসেম্বরে হবে ‘পেন্ডুলাম’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন।
বর্তমানে নাটকটির মহড়া চলছে নিয়মিত। মহড়ায় আফজাল হোসেন ছাড়াও অংশ নিচ্ছেন নাজনীন হাসান চুমকি ও কামাল আহমেদ। ‘পেন্ডুলাম’ নাটকে এ তিনটি চরিত্র দেখা যাবে।