বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার সকাল থেকেই দেশের একাধিক সংবাদমাধ্যমের খবর, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় অভিনেত্রীর গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার বিয়ে সম্পন্ন হবে।
গতকাল বুধবার দিবাগত রাতে মৌসুমী হামিদের গায়েহলুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গুঞ্জন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন তিনি।
এদিকে ছবি ছড়ানোর পর তা বিয়ে নাকি শুটিংয়ের দৃশ্য জানার চেষ্টায় যোগাযোগ করা হয় মৌসুমী হামিদের সঙ্গে। অভিনেত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি।
উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এ ছাড়াও মৌসুমী হামিদ অভিনীত সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।