বিনোদন ডেস্ক
মিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’র।
শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলেন মেহজাবীন ও শঙ্খ দাসগুপ্ত।
উৎসবের আন্তর্জাতিক সিনেমা বিভাগে প্রতিযোগিতা করছে প্রিয় মালতী। কায়রো উৎসবে মোট চারটি প্রদর্শনী হবে সিনেমাটির। এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে প্রিয় মালতী মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।