বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে ‘মায়ের ডাক’–এর শুটিং শেষ করেছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলীসহ অনেকেই।
বছর দুই আগে ‘আশ্রয়’ নাটকটি পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন বান্নাহ। এই নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, তাহসান, নুসরাত ইমরোজ তিশা ও মম। এই নাটকের দর্শকপ্রিয়তা নির্মাতাকে উৎসাহ জুগিয়েছে ‘মায়ের ডাক’ নির্মাণে। দুই বছর আগেই প্রযোজক আকবর হায়দার মুন্না গল্প দিয়েছিলেন। পরিকল্পনাও সাজিয়ে নিয়েছিলেন নির্মাতা। কিন্তু বাঁধ সাধলো করোনা পরিস্থিতি। তিন ঈদে পরিকল্পনা করেও শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই নাটকের শুটিং পিছিয়েছে কয়েকবার। অবশেষে পরিকল্পনার প্রায় দেড় বছর পর তৈরি হয়েছে ‘মায়ের ডাক’।
নাটকের শুটিং হয়েছ গাজীপুরে। বান্নাহ বলেছেন, ‘যেমন আশা করেছিলাম, তেমনভাবেই বানাতে পেরেছি নাটকটি। যাঁদের নিয়ে কাজ করতে চেয়েছি, তাঁদের সবাইকে যে পেয়েছি, সেটাও একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকেই এই সময়ের ব্যস্ত শিল্পী। সবাই তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। প্রত্যেকের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সচেষ্ট ছিলেন সবাই। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আসন্ন ঈদুল আজহায় ‘মায়ের ডাক’ প্রচারিত হবে একটি বেসরকারি টিভিতে। পাশাপাশি প্রচারিত হবে ক্লাব ইলেভেনের ইউটিউবে।