বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশব্যাপী সংস্কৃতি অঙ্গনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ ও সারা দেশে সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে ‘নবস্পন্দন’ শিরোনামে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ টেলিভিশন। দেশের আট থেকে চৌদ্দ বছর বয়সী সকল শিশু-কিশোরদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও অভিনয় এই তিনটি বিষয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। একজন প্রতিযোগী এক বা একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ও তৃতীয় লিঙ্গের শিশু-কিশোরেরাও অংশ নিতে পারবে।
গতকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিটিভির সদর দপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিটিভি’র মহাপরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম। মহাপরিচালক বলেন, ‘আমরা মনে করি, জাতীয় সংস্কৃতি বিকাশে সহায়তা করা বাংলাদেশ টেলিভিশনের নৈতিক দায়িত্ব। ‘‘নবস্পন্দন’’ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে খুব সহায়ক হবে। প্রধানমন্ত্রীর উৎসাহে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর উদ্যোগ ও দিকনির্দেশনায় বিটিভিতে শুরু হতে যাচ্ছে ‘‘নবস্পন্দন’’।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম যুগ্ম সচিব উপমহাপরিচালক (প্রশাসন, অর্থ ও অনুষ্ঠান), ড. সৈয়দা তাসমিনা আহমেদ উপমহাপরিচালক (বার্তা), আফসানা বিলকিস পরিচালক (প্রশাসন), জগদীশ এষ পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা), মাহফুজা আক্তার জি. এম (ঢাকা কেন্দ্র), জাহিদুল ইসলাম বার্তা সম্পাদকসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, শিল্পী মুস্তাফা মনোয়ারের হাত ধরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে শুরু হয়েছিল শিশুশিল্পীদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। দেশ স্বাধীনের পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে নতুন আঙ্গিকে নতুন কুঁড়ি শুরু হয়। দীর্ঘদিন পর বিটিভি আবার শুরু করতে যাচ্ছে শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নবস্পন্দন’।