হোম > বিনোদন > টেলিভিশন

আজ থেকে একুশে টিভিতে ‘ব্লু হোয়েল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০১৯ সালের জনপ্রিয় ইরানি সিরিজ ‘ব্লু হোয়েল’ এবার আসছে বাংলাদেশের টিভি চ্যানেলে। বাংলায় ডাবিং করা এই সিরিজ আজ থেকে দেখা যাবে একুশে টিভিতে।

প্রতি সোম থেকে শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে সিরিজটি। এর নামকরণ করা হয়েছে সুইসাইডাল চ্যালেঞ্জ গেম ব্লু হোয়েলের নামে, যা কয়েক বছর আগে বিশ্বজুড়ে বহুল সমালোচিত হয়েছিল।

জানা গেছে, বাংলাদেশের ডাবিং শিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান প্ল্যাটফর্ম মিডিয়া অ্যান্ড মার্কেটিং দেশের বিনোদন পিপাসু দর্শকদের জন্য নিয়ে এসেছে সিরিজটি।

ধারাবাহিকটির ডাবিং পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মাহবুব মারুফ ব্লু হোয়েল সিরিজের গল্প সম্পর্কে জানান, কম্পিউটার সায়েন্সের তুখোড় মেধাবী ছাত্র আরমিন। নিজেকে সে সারাদিন অনলাইনে ডুবিয়ে রাখে। একটি ওয়েবসাইট তৈরি করেছে সে। সেটা নিয়েই আরমিনের ধ্যান-জ্ঞান।

সেই ওয়েবসাইটে আরমিনের সঙ্গে পরিচয় হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মিস যালেহ আদিবের। আরমিনের আর্থিক সংকট সম্পর্কে জানতে পারে যালেহ। একটি বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ করে দেয়। ওই কোম্পানিতে ঊর্ধ্বতন কর্মকর্তা আনাহিতার সঙ্গে পরিচিত হয় আরমিন। তাকে কোম্পানির ওয়েবসাইট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়। আর সেখান থেকেই শুরু হয় আরমিনের জীবনের নতুন অধ্যায় ও ‘ব্লু হোয়েল’ ধারাবাহিকটির গল্প।

অস্কার বিজয়ী অভিনেত্রী লায়লা হাতামি ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন মোস্তফা যামানি।

৭৫ পর্বের এ সিরিজের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।

স্ক্রিনশট ফাঁস নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা নিয়ে যা জানালেন হানিফ সংকেত

‘ইত্যাদির টিমের কিছু হয়নি, চারদিকে ভুয়া নিউজ’—আশ্বস্ত করলেন রবি চৌধুরী

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

নতুন নাটকে রিচি

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, স্বাগতার প্রশ্ন ‘আমার ভুল কোথায়?’

বড়দিনের টিভি আয়োজন

বিটিভির ৬০ বছর পূর্তি

নতুন নাটকে দ্বৈত চরিত্রে মৌ

বিটিভিতে আজ প্রচারিত হবে নাটক ‘কলংক’

সেকশন