হোম > ফ্যাক্টচেক

কে এই তামান্না আক্তার ইয়াসমিন? জাতিসংঘে বাংলাদেশ নিয়ে আলোচনার ধারাবাহিক গুজব ছড়াচ্ছেন ফেসবুকে

ফ্যাক্টচেক ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর। আর সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের বিতর্ক অধিবেশন শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সাম্প্রতিক সময়ে নানা কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা নিয়ে রাষ্ট্র ও সরকারপ্রধানেরা আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ‘সামিট অব দ্য ফিউচারে’— যোগ দেবেন। এমন প্রেক্ষাপটে ফেসবুকে বেশ কয়েক দিন ধরেই ‘তামান্না আক্তার ইয়াসমিন (Tamanna Aktar Yesmin)’ নামের একটি অ্যাকাউন্ট থেকে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পদত্যাগের পত্র নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার দাবিতে বিভিন্ন ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। অ্যাকাউন্টটির কাভার ফটোতে ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক নারীর ছবি। প্রোফাইলের ছবিতেও একই নারীর ছবি দেওয়া। 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় অ্যাকাউন্টটি থেকে পোস্ট দিয়ে দাবি করা হয়, প্রোফাইলের এই নারী জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। এর মধ্যে আছে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও আল জাজিরা থেকে পাওয়া রিপোর্ট জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তুলে ধরার দাবি। 

আবার দুপুর আড়াইটায় দেওয়া আরেকটি পোস্টে এই দাবির পক্ষে কিছু ছবি পোস্ট করা হয়েছে। একই অ্যাকাউন্ট থেকে গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় দেওয়া একটি পোস্টে দাবি করা হয়, তামান্না আক্তার ইয়াসমিন দাবি করা এই নারী শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়ে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা করেছেন। পোস্টে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একই নারীর উপস্থিতি নিয়ে কিছু ছবি যুক্ত করা হয়েছে। 

একইভাবে গত ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক নারীর করমর্দনের কয়েকটি ছবি ও ভিডিও প্রচার করে দাবি করা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে। 

এসব দাবির সত্যতা যাচাইয়ে ছবিগুলো যাচাই করে দেখা যায়, তামান্না আক্তার ইয়াসমিন নামের অ্যাকাউন্টটিতে ব্যবহৃত নারীর ছবিগুলো আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল হাশিমির। আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, তিনি ২০১৬ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। রিম দুবাইতে ওয়ার্ল্ড এক্সপো–২০২০ আয়োজন করার জন্য সংযুক্ত আরব আমিরাতের হয়ে নেতৃত্ব দেন। পরে এক্সপো–২০২০ দুবাই মেগা–ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। 

রিম ইব্রাহিম আল হাশিমির জাতিসংঘসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি ও ভিডিও তামান্না আক্তার ইয়াসমিন নামের অ্যাকাউন্টটি থেকে শেয়ার করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে প্রাসঙ্গিক রেখে ফেসবুকে প্রচার করা হচ্ছে। যেমন, আজ দুপুর ১টায় অ্যাকাউন্টটি থেকে পোস্ট দিয়ে দাবি করা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরার দাবিতে প্রচারিত ছবিগুলো যথাক্রমে ২০২১ ও ২০২৩ সালে জাতিসংঘে রিম ইব্রাহিম আল হাশিমির উপস্থিতি নিয়ে। 

শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং আল জাজিরা থেকে পাওয়া রিপোর্ট জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তুলে ধরার দাবিতে প্রচারিত ছবিগুলো গত বছর জাতিসংঘের ৭৮ তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। 

শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার দাবিতে পোস্ট করা ছবি ও ভিডিও ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে পাওয়া যায়। ওই ছবি ও ভিডিওতে উপস্থিত নারীও আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমি। 

অর্থাৎ আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমির বিভিন্ন সময়ের পুরোনো ছবি ও ভিডিও দিয়ে তামান্না আক্তার ইয়াসমিন নামের অ্যাকাউন্টটিতে পোস্ট করে দাবি করা হচ্ছে, এসব ভিডিও ও ছবি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
 
কে এই তামান্না আক্তার ইয়াসমিন? 
তামান্না আক্তার ইয়াসমিন নামের আলোচিত ফেসবুক অ্যাকাউন্টটির প্রোফাইলে দাবি করা হয়েছে, তামান্না বাংলাদেশের দিনাজপুরে বসবাস করেন এবং প্রোফাইলে দেওয়া তথ্যানুযায়ী, তামান্না আক্তার ইয়াসমিন বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা মানব কল্যাণ সোসাইটি, শেখ রাসেল মানব কল্যাণ সোসাইটিসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত। 

তবে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা মানব কল্যাণ সোসাইটি, শেখ রাসেল মানব কল্যাণ সোসাইটি নামে কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি। অ্যাকাউন্টটির বন্ধু তালিকায় ৪ হাজার ৯০০ বন্ধু রয়েছে। 

অনুসন্ধানে একই নামে ফেসবুকে বাংলায় ‘তামান্না আক্তার ইয়াসমিন’ লেখা একটি অ্যাকাউন্ট পাওয়া যায়। ওই অ্যাকাউন্টে বন্ধু সংখ্যা ১ হাজার ৭০০ জন। অ্যাকাউন্টটি ২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকে নিষ্ক্রিয়। এই অ্যাকাউন্টেও বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সাম্প্রতিক সময়ের মতোই একইভাবে প্রোপাগান্ডা ছড়াতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

সেকশন