হোম > ফ্যাক্টচেক

ঘূর্ণিঝড়, বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পিছিয়ে ৩০ জুলাই—এমন সিদ্ধান্ত হয়নি

ফ্যাক্টচেক ডেস্ক

সম্প্রতি দেশের ওপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। আর ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ মে) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৩০ মে) ভোররাত পর্যন্ত আকস্মিক পানি প্রবেশ করে। 

এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বরাত দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করে দাবি করা হচ্ছে, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এক মাস পিছিয়ে ৩০ জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। এ জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচিও প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিটির স্মারক নম্বর দেওয়া আছে ‘ঢাবো/পনি/ ৪০৪’, প্রকাশের তারিখ গতকাল বৃহস্পতিবার (৩০ মে)। বিজ্ঞপ্তিটিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষর রয়েছে। 

বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

অনুসন্ধানের শুরুতেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ওয়েবসাইটে এমন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কি না তা খুঁজে দেখা হয়। ওয়েবসাইটটির এইচএসসি কর্নারে গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) ‘ঢাবো/পনি/ ৪০৪’ স্মারক নম্বরযুক্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এই কর্নারে সবশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ২৬ মে (রোববার)। বিজ্ঞপ্তিটি ছিল ‘২০২৪ সনের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র ও MCQ সহ অন্যান্য সরঞ্জামাদি কেন্দ্রে বিতরণ প্রসঙ্গে’। 

পরে আরও খুঁজে ওয়েবসাইটটিতে ‘এইচএসসি পরীক্ষা ২০২৪-এর ফরম পূরণের সময় বর্ধিতকরণ’ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি পাওয়া যায়। এটি ১২ মে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিটির স্মারক নম্বরের সঙ্গে ভাইরাল বিজ্ঞপ্তিটির স্মারক নম্বরের মিল রয়েছে। এ থেকে ধারণা করা যায়, এই বিজ্ঞপ্তি সম্পাদনা করে উচ্চমাধ্যমিক পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়ার ভাইরাল বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। 

ভাইরাল বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণেও এমন ধারণার সত্যতা মেলে। যেমন, ভাইরাল বিজ্ঞপ্তিটির স্মারক নম্বর, পরীক্ষা নিয়ন্ত্রকের নাম, সংযুক্তি ও শিক্ষা বোর্ডের নামে ব্যবহৃত ফন্টের সঙ্গে পরীক্ষা পেছানো–সংক্রান্ত বক্তব্যের অংশটুকু, তারিখে ব্যবহৃত ফন্টের মিল নেই। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত একাধিক বিজ্ঞপ্তি যাচাই করে দেখা যায়, তিনি বিজ্ঞপ্তিতে স্বাক্ষরের সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশের দিনের তারিখও উল্লেখ করেন, যা ভাইরাল বিজ্ঞপ্তিটিতে নেই। 

এ ছাড়া দেশীয় কোনো সংবাদমাধ্যম সূত্রেও আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা পেছানোর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, গত ২ এপ্রিল দেশের শিক্ষা বোর্ডগুলো ৩০ জুন পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করে চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করে। এদিন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এইচএসসি পরীক্ষা। ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

সেকশন