হোম > ফ্যাক্টচেক

গণিত অলিম্পিয়াডের বর্তমান কমিটিতেই নেই ড. জাফর ইকবাল

ফ্যাক্টচেক ডেস্ক

চলমান কোটা সংস্কার আন্দোলন ও কোটা সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে একটি নিবন্ধ লিখতে শুরু করেছিলেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। ওই নিবন্ধের একটি অংশ গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি। বিভিন্ন প্রকাশনী তাঁর বই বিক্রি না করার ঘোষণা দেয়। 

ইতিমধ্যে জাফর ইকবালের সাবেক কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে প্রবেশে আজীবন ‘নিষেধাজ্ঞা’ দিয়েছেন। এর মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের বর্তমান কমিটির সহসভাপতির পদ থেকে ড. মুহম্মদ জাফর ইকবালকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

‘কালচারাল ক্লাসিস্টস’ নামের ৩ লাখ ৮৩ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজ থেকে বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় দেওয়া এমন একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজার ৮০০। শেয়ার হয়েছে প্রায় দেড় শ। 

দাবিটির সত্যতা যাচাইয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে বর্তমান কমিটির তালিকা পাওয়া যায়। তালিকায় সহসভাপতি পদে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ অধ্যাপক ড. আব্দুল হাকিম খানের নাম রয়েছে। তালিকা ড. জাফর ইকবালের নাম নেই। 

ওয়েবসাইট সূত্রে জানা যায়, এটি গণিত অলিম্পিয়াড কমিটির ২০২৪–২৫ বছরের কমিটি। চলতি বছরের গত ১০ জানুয়ারি থেকে এই কমিটি দায়িত্ব পালন করছে। অর্থাৎ বর্তমান কমিটি যখন থেকে কার্যকর হয়, তখন থেকেই তিনি কমিটিতে নেই। 

বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ অধ্যাপক ড. আব্দুল হাকিম খানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘অধ্যাপক জাফর ইকবাল আগের কমিটিতে ছিলেন। বর্তমান কমিটিতে তিনি নেই।’ 

প্রসঙ্গত, অধ্যাপক জাফর ইকবাল বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য। ওই কমিটিতে তিনি সহসভাপতি ছিলেন। গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে এখনো সহসভাপতি হিসেবে জাফর ইকবালের নাম রয়েছে। 

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

সেকশন