হোম > ফ্যাক্টচেক

লুবাবাকে বিয়ের প্রস্তাব সারজিস আলমের— ফটোকার্ডটি ভুয়া

ফ্যাক্টচেক  ডেস্ক

সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব সমন্বয়ক সারজিস আলমের, ফেসবুকে ভাইরাল যমুনা টিভির কথিত ফটোকার্ড। ছবি: ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভির নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি ১৭ নভেম্বর ‘Life Tips–যৌন পরামর্শ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ফটোকার্ডটি আজ শনিবার বেলা ২টা পর্যন্ত এক হাজার শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে প্রায় দেড় লাখ।

সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব সমন্বয়ক সারজিস আলমের, ফেসবুকে ভাইরাল যমুনা টিভির কথিত ফটোকার্ড। ছবি: ফেসবুক

একই ফটোকার্ড ২০ নভেম্বর ‘মুহাম্মদ ইব্রাহিম (MD Ibrahim)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। ‘মুহাম্মদ ইব্রাহিম (MD Ibrahim)’ নামের পেজটির পরিচয়ে দাবি করা হয়েছে, অ্যাকাউন্টটি বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ উপজেলা শাখার একজন কর্মীর। এই অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৪০০।

কথিত ফটোকার্ডটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

সারজিস আলম সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত ভাইরাল ফটোকার্ডটিতে কোনো তারিখ উল্লেখ নেই। সাধারণত সম্প্রচার মাধ্যমটির ফটোকার্ডে প্রকাশের তারিখ উল্লেখ থাকে। আবার কথিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সঙ্গে টিভিটির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য রয়েছে।

এসব ত্রুটির কারণে ফেসবুকসহ যমুনা টিভির অন্যান্য ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্টে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। সিমরিন লুবাবারও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজে সারজিস আলমের বিরুদ্ধে তাঁকে এমন কোনো অভিযোগ দিতে দেখা যায়নি।

যমুনা টিভির ফটোকার্ডের সাধারণ ধরন। ছবি: যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে

প্রাসঙ্গিক কি–ওয়ার্ডে অনুসন্ধানে অন্য কোনো সংবাদমাধ্যমেও সারজিস আলম সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে কোনো তথ্য পাওয়া যায়নি। যেহেতু সারজিস আলম ও সিমরিন লুবাবা দুজনেই আলোচিত ব্যক্তি, তাই সারজিসের বিরুদ্ধে লুবাবা এমন কোনো অভিযোগ করলে সেটি দেশের অন্যান্য সংবাদমাধ্যমেও প্রচার হওয়ার কথা।

সুতরাং, সারজিস আলম ও সিমরিন লুবাবাকে জড়িয়ে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত কথিত ফটোকার্ডটি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

সেকশন