ফ্যাক্টচেক ডেস্ক
মিজানুর রহমান আজহারী বাংলাদেশের সুপরিচিত ইসলামি বক্তা। তিনি উচ্চশিক্ষার সূত্র ধরে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকছেন। ফেসবুক ও ইউটিউবে তার ওয়াজ বাংলাদেশের মুসলিমদের একটা অংশের মধ্যে বেশ জনপ্রিয়। গত বছর অগাস্টে সরকার পতনের পর তাকে নিয়ে বেশ আলোচনা হয়। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি বাংলাদেশে আসছেন বলে জানান। অক্টোবরে তিনি দেশে আসার পর বেশ কয়েকটি ওয়াজ মাহফিলে অংশ নেন। সম্প্রতি যশোরে তার মাহফিলে পদদলনের ঘটনা বেশ আলোচিত হয়। সেখানে বেশ কয়েকজন আহত হয় এবং মালামালও চুরি হয়। সম্প্রতি আজহারীকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে ভাইরাল হয়েছে। সেটিতে দুই তরুণের সঙ্গে তাকে নাচতে দেখা যায়। ভিডিওর ভেতরে লেখা, ‘নাস্তিক আজহারী বিয়ে বাড়ির ডান্স।’
সায়মা ৪৫৪৫ (sayma 4545) নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে গতকাল রোববার পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল। আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত ১ হাজার ২০০ বারের অধিক দেখা হয়েছে ভিডিওটি এবং তাতে প্রায় ৩০টির রিঅ্যাকশন এসেছে। এর আগে একই অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশিত হয়। পরে সেটি সরিয়ে নেওয়া হয়। সেটি প্রায় ২০ লাখের বেশি দেখা হয় এবং তাতে প্রায় সাড়ে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছিল। ভিডিওটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি এবং এডিট করা’ বলে পোস্টগুলোতে অনেক কমেন্ট পড়েছে। ভিডিওটিকে সত্য ভেবেও অনেকে ‘লাভ’ ইমোজি দিয়েছে। তাছাড়া, ভিডিওটি ইউটিউবেও প্রচার করা হয়েছে।
প্রথমে ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ভিডিওটিতে ভিগল এআই (Viggle AI) নামে একটি লোগো দেখা যায়। অনুসন্ধানে দেখা যায়, ভিগল এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল, যার সাহায্যে ভিডিওতে থাকা কোনো ব্যক্তির জায়গায় অন্য ব্যক্তিকে প্রতিস্থাপন করা যায়।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে টিম এসডি (Team SD) নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। সেটি ২০২৪ সালের ২৬ অক্টোবর প্রকাশিত হয়। এর সঙ্গে দুই পাশের দুজন যুবক, পেছনের প্যান্ডেল এবং আশেপাশের পরিবেশের মিল দেখা যায়। তবে মিজানুর রহমান আজহারীকে ওই ভিডিওতে দেখা যায়নি।
এছাড়া সায়মা ৪৫৪৫ নামের টিকটক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিগল এআই টুল দিয়ে তৈরি আজহারীর আরও একাধিক নাচের ভিডিও সেখানে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়েও নাচের ভিডিও দেখা যায়।
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভিগেল এআই টুল দিয়ে তৈরি করা হয়েছে।
সুতরাং, যাচাই শেষে এটা নিশ্চিত যে, মিজানুর রহমান আজহারীর নাচের দৃশ্য দাবিতে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা। বাস্তবে এমন কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি।