ফ্যাক্টচেক ডেস্ক
এ পি জে আবদুল কালাম, ভারতীয় পরমাণুবিজ্ঞানী ও দেশটির একাদশতম রাষ্ট্রপতি। সম্প্রতি গাছের গুঁড়িতে তাঁর একটি চিত্রকর্মের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বিশ্বকবি ও জাতীয় কবি সাহিত্য সমগ্র’ নামের প্রায় ৩ লাখ সদস্যের ফেসবুক গ্রুপে ৩ মে চিত্রকর্মের ছবিটি পোস্ট করা হয়। ‘Misty Prithu’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, জনৈক শিল্পী ২ মাস সময় নিয়ে গাছের গুঁড়ি (কাঠ) কেটে এ পি জে আবদুল কালামের আবক্ষ এ চিত্রকর্ম তৈরি করেছেন। এই অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার হয়েছে ২ হাজারের বেশি এবং রিয়েকশন পড়েছে ৪৭ হাজারের বেশি।
পোস্টটির কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীদের এ চিত্রকর্ম তৈরি করা শিল্পীর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, এ পি জে আবদুল কালামের ভাইরাল এ চিত্রকর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ছবিটির সত্যতা যাচাইয়ে ভালোভাবে লক্ষ করলে এতে বেশ কিছু অসামঞ্জস্য চোখে পড়ে। ছবিতে থাকা শিল্পীর বা হাতটি অস্বাভাবিকভাবে বেঁকে গিয়েছে এবং ওই হাতে কোনো তালু ও আঙুল নেই। শিল্পীর ডান হাতের আঙুলগুলোও অস্বাভাবিক।
কথিত শিল্পীর পায়ের আঙুলেও রয়েছে অসামঞ্জস্য। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে জুতার ফিতা মিলে গেছে। আবার এ পি জে আবদুল কালামের চিত্রকর্মটির পাশেই আরেকটি অস্বাভাবিক চিত্রকর্ম দেখা যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে সাধারণত এ ধরনের অসামঞ্জস্যগুলো দেখা যায়। এসব অসামঞ্জস্যের কারণে ছবিটি সম্পর্কে আরও নিশ্চিত হতে এআই নির্মিত ছবি শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে এটি যাচাই করে দেখা হয়।
এ ছাড়া ‘বিশ্বকবি ও জাতীয় কবি সাহিত্য সমগ্র’ গ্রুপটিতে ‘Misty Prithu’র আরও একাধিক পোস্ট পাওয়া যায়। এসব পোস্টে ব্যবহৃত ছবিগুলোও এআই দিয়ে তৈরি।
এসব বিশ্লেষণে এটি স্পষ্ট, এ পি জে আবদুল কালামের ভাইরাল ছবিটি বাস্তব কোনো শিল্পীর করা চিত্রকর্ম নয়; বরং এটি এআই প্রযুক্তি দিয়ে নির্মিত ছবি।