হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

গাছের গুঁড়িতে এ পি জে আবদুল কালাম! ভাইরাল চিত্রকর্মটি যেভাবে তৈরি হলো 

ফ্যাক্টচেক ডেস্ক

এ পি  জে আবদুল কালাম, ভারতীয় পরমাণুবিজ্ঞানী ও দেশটির একাদশতম রাষ্ট্রপতি। সম্প্রতি গাছের গুঁড়িতে তাঁর একটি চিত্রকর্মের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বিশ্বকবি ও জাতীয় কবি সাহিত্য সমগ্র’ নামের প্রায় ৩ লাখ সদস্যের ফেসবুক গ্রুপে ৩ মে চিত্রকর্মের ছবিটি পোস্ট করা হয়। ‘Misty Prithu’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, জনৈক শিল্পী ২ মাস সময় নিয়ে গাছের গুঁড়ি (কাঠ) কেটে এ পি জে আবদুল কালামের আবক্ষ এ চিত্রকর্ম তৈরি করেছেন। এই অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার হয়েছে ২ হাজারের বেশি এবং রিয়েকশন পড়েছে ৪৭ হাজারের বেশি। 

পোস্টটির কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীদের এ চিত্রকর্ম তৈরি করা শিল্পীর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন।

তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, এ পি জে আবদুল কালামের ভাইরাল এ চিত্রকর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ছবিটির সত্যতা যাচাইয়ে ভালোভাবে লক্ষ করলে এতে বেশ কিছু অসামঞ্জস্য চোখে পড়ে। ছবিতে থাকা শিল্পীর বা হাতটি অস্বাভাবিকভাবে বেঁকে গিয়েছে এবং ওই হাতে কোনো তালু ও আঙুল নেই। শিল্পীর ডান হাতের আঙুলগুলোও অস্বাভাবিক। 

কথিত শিল্পীর পায়ের আঙুলেও রয়েছে অসামঞ্জস্য। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে জুতার ফিতা মিলে গেছে। আবার এ পি জে আবদুল কালামের চিত্রকর্মটির পাশেই আরেকটি অস্বাভাবিক চিত্রকর্ম দেখা যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে সাধারণত এ ধরনের অসামঞ্জস্যগুলো দেখা যায়। এসব অসামঞ্জস্যের কারণে ছবিটি সম্পর্কে আরও নিশ্চিত হতে এআই নির্মিত ছবি শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে এটি যাচাই করে দেখা হয়। 

এআই নির্মিত ছবি শনাক্তকারী ওয়েবসাইট হাইভের বিশ্লেষণে দেখা যায়, এ পি জে আবদুল কালামের ভাইরাল ছবিটি শতভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি। এআই নির্মিত ছবি শনাক্তকারী আরেকটি ওয়েবসাইট ইজ ইট এআইয়ের বিশ্লেষণে ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা সর্বোচ্চ। একই ফল দিয়েছে এআই নির্মিত ছবি শনাক্তকারী ওয়েবসাইট এআই অর নট। 

এ ছাড়া ‘বিশ্বকবি ও জাতীয় কবি সাহিত্য সমগ্র’ গ্রুপটিতে ‘Misty Prithu’র আরও একাধিক পোস্ট পাওয়া যায়। এসব পোস্টে ব্যবহৃত ছবিগুলোও এআই দিয়ে তৈরি। 

এসব বিশ্লেষণে এটি স্পষ্ট, এ পি জে আবদুল কালামের ভাইরাল ছবিটি বাস্তব কোনো শিল্পীর করা চিত্রকর্ম নয়; বরং এটি এআই প্রযুক্তি দিয়ে নির্মিত ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন