সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে হত্যার চেষ্টা করা হয়েছে দাবিতে ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক্স প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাকাউন্ট থেকেই ভিডিওটি বেশি ছড়িয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে আগুনে পুড়ছে একটি গাড়ি। পাশে কাচঘেরা একটি ভবনও দেখা যাচ্ছে। ভবনটির নামফলক থাকলেও সেটি স্পষ্ট নয়। অল্প দূরেই বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে, কিছু মানুষ ছোটাছুটি করছে।
তথ্যটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে সৌদি আরবসহ বিশ্বের নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে দাবিটির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
অপতথ্য নিয়ে কাজ করা বিবিসি ভেরিফাই–এর সাংবাদিক শায়ান সরদারিজাদেহ দাবিটি প্রসঙ্গে আজ মঙ্গলবার (৭ মে) নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে একটি টুইট করেন। টুইটে তিনি বলেন, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টার সম্পূর্ণ ভিত্তিহীন একটি দাবি এক্সে ছড়িয়ে পড়েছে। দাবিটি ছড়িয়েছে কিছু ভুয়া ওপেনসোর্স ইন্টেলিজেন্স এবং অপতথ্য ছড়ানোর জন্য পরিচিত কিছু এক্স অ্যাকাউন্ট থেকে। দাবিটির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পরে আরও খুঁজে দাবিটি প্রসঙ্গে মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান মিসবার–এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে মিসবার জানায়, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টার সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয় ‘মাহমুদ আবু মেসমার’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটি থেকে সোমবার (৬ এপ্রিল) রাত ৯টা ১২ মিনিটে টুইটটি করা হয়।
‘ড. স্যাম ইউসেফ’ নামের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে ‘মাহমুদ আবু মেসমার’–এর টুইটটি রি–পোস্ট করা হয়। এরপরই দাবিটি ছড়িয়ে পড়তে শুরু করে। পরে ইসরায়েল থেকে পরিচালিত ‘মোসাদ কমেন্টারি’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে এটি রি–পোস্ট করা হলে ইন্টারনেটে ব্যাপকভাবে বিস্তার ঘটে।
মিসবার আরও জানায়, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টার দাবিটিতে পুরোনো একটি দুর্ঘটনার ভিডিও ফুটেজ যুক্ত করে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে দাবিটির কোনো সত্যতা নেই। দুর্ঘটনার ভিডিওটি প্রথম প্রকাশিত হয় গত ১৬ মার্চ ‘Saudi M&m’s’ নামের টিকটক অ্যাকাউন্ট থেকে। ভিডিওটিতে ‘TREDO’ নামের একটি এক্স অ্যাকাউন্টকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটিতে আরবিতে ‘কিং সালমান রোড ফায়ার’ লেখা ছিল। এই অংশটি কেটে দিয়ে এখন ‘যুবরাজকে হত্যাচেষ্টা’ দাবিতে ভাইরাল ভিডিওটি প্রচার করা হচ্ছে।
পাশাপাশি ফায়ার সার্ভিসের টুইটটির সঙ্গে ভাইরাল ফুটেজটির সাদৃশ্যও দেখিয়েছে মিসবার। এতে ফায়ার সার্ভিস কর্মীর জ্বলন্ত গাড়ির আগুন নেভানোর চেষ্টা, পাশের ভবনের কাচ এবং নামফলকের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
‘মোসাদ কমেন্টারি’ এক্স অ্যাকাউন্টটি থেকেও পরে টুইট করে জানানো হয়, রিয়াদের ঘটনাটি (মুহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টার দাবিটি) সঠিক নয়।