হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

পোষা চিতাবাঘের সঙ্গে পাকিস্তানি কিশোরীর ভাইরাল ছবিটির নেপথ্যের গল্প 

ফ্যাক্টচেক ডেস্ক

পোষা চিতাবাঘের সঙ্গে গুলমিনা নামে এক পাকিস্তানি কিশোরীর ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটির সঙ্গে একটি গল্পও জুড়ে দেওয়া হয়েছে। সে গল্পে বলা, ‘পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের শামশালের মদন তহসিল নামে একটি দূরবর্তী স্থানে একটি ছবিতে দেখা যাচ্ছে গুলমিনা নামের একটি মেয়ে একটি বড় তুষার চিতাবাঘের সঙ্গে শান্তভাবে বসে আছে। গত ১৫ ঘণ্টায় এই ছবিটি খুব জনপ্রিয় হয়েছে। এটি একটি বাস্তব ছবি কিনা তা নিয়ে লোকেরা অনেক কথা বলছে। কিছু টুইট বলে, গুলমিনা তুষার চিতাবাঘটিকে খুব ছোট থেকে বড় করেছিল, ভেবেছিল এটি একটি হারিয়ে যাওয়া বিড়ালছানা।’ গল্প ও ছবির সূত্রে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সিকে। 

গল্প ও ছবির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

গল্প ও ছবির সূত্রে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সির সংবাদটিতে ছবিটি প্রসঙ্গে একই গল্প তুলে ধরে বলা হয়, চিতাবাঘের সঙ্গে ভাইরাল ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন, এই ঘটনা সত্য আবার কেউ বলছেন এই ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। যদিও অধিকাংশ মানুষই বিশ্বাস করছে ঘটনাটি সত্য এবং তাদের কাছে এই গল্প অনেক জনপ্রিয়তা পেয়েছে। সংবাদটিতে ছবিটির ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। 

পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘ট্রাভেল বিউটিফুল পাকিস্তান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার (৩ এপ্রিল) করা একটি পোস্টে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘শিরিন এবং তাঁর সঙ্গী’। ছবিটির কৃতজ্ঞতা দেওয়া হয় ‘বাবরাক (babrakk) ’ নামের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে। 

‘বাবরাক (babrakk)’ নামের অ্যাকাউন্টটিতে গিয়ে দেখা যায়, ছবিটি গত ২৪ মার্চ পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘শিরিন ও তার ভয়ংকর সঙ্গীর একটি দুর্দান্ত জুটি।’ 

পোস্টটির কমেন্টবক্সে হামজা আসগর বুখারি নামের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে জানতে চাওয়া হয় ছবিটি বাবরাক কোথায় পেয়েছেন? কমেন্টের উত্তরে বাবরাক অ্যাকাউন্টটি থেকে বলা হয়, এটি তিনি ‘মিডজার্নি’ এআই দিয়ে তৈরি করেছেন। মূল ছবিটিতেও ‘/MIDJOURNEY’ লেখা দেখতে পাওয়া যায়। বাবরাক নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ঘুরে চিতাবাঘের সঙ্গে কিশোরীর বসে থাকার ভাইরাল ছবিটির মতো আরও একাধিক ছবি পাওয়া যায়। ছবিগুলোতেও ‘/MIDJOURNEY’ লেখা রয়েছে। 

অর্থাৎ পোষা চিতাবাঘের সঙ্গে পাকিস্তানি কিশোরীর ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। 

প্রসঙ্গত, মিডজার্নি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের নাম। এটি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারে। মিডজার্নি প্ল্যাটফর্মে সামান্য অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে যে কেউ উপযুক্ত নির্দেশনা দিয়ে এমন ছবি তৈরি করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

তিব্বতে ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবিতে ভাইরাল হলো জাপানের পুরোনো ভিডিও

সেকশন