জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) শিক্ষা প্রকল্পে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় জাইকা স্কুলে নিয়োগের একটি বিজ্ঞপ্তি ফেসবুক ও চাকরি সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করা হচ্ছে। ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে ‘সরকারি চাকরির খবর’ নামের একটি পেজ থেকে গত ৫ মার্চ একটি পোস্ট করা হয়। পোস্টটি আজ রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৭৬টি শেয়ার হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ৩ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্সে অনেক ফেসবুক ব্যবহারকারীকে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে মন্তব্য করতে দেখা গেছে।
ভাইরাল এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাইকা বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সাহায্য সংস্থা। জাইকা স্কুলে বিভিন্ন পদের জন্য যোগ্য মহিলা ও পুরুষ নিয়োগ করা হবে। এসব পদের মধ্যে থানা শিক্ষা পরিদর্শক পদে ৩৫০, সহকারী শিক্ষক পদে ১৭০০, কম্পিউটার অপারেটর পদে ৩২, পিয়ন বা আয়া পদে ২৫০ জন নিয়োগ দেওয়া হবে।
এই পদগুলোর জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের থেকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন চাওয়া হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে ই–মেইলের মাধ্যমে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ সময় ২৫ মার্চ। ই–মেইলে আবেদনের পর যোগ্য ও নির্বাচিত প্রার্থীদের ৩০০ টাকা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থান নিজ জেলায় রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিটির সত্যাসত্য
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে ভাইরাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একাধিক বানান ভুলসহ বেশ কিছু অসংগতি ধরা পড়েছে। এতে জাইকাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি সাহায্য সংস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে জাইকা জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা।
বিজ্ঞপ্তিতে জাইকা শিক্ষা প্রকল্পে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় জাইকা স্কুলে নিয়োগের কথা বলা হয়েছে। প্রাসঙ্গিক বিভিন্ন কি–ওয়ার্ড অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বাংলাদেশে এমন কোনো প্রকল্প বা স্কুলের ব্যাপারে ইন্টারনেটে তথ্য পাওয়া যায়নি। জাইকার ওয়েবসাইটেও বাংলাদেশে প্রতিষ্ঠানটির এমন কোনো কার্যক্রম বা প্রকল্প চালানোর তথ্য নেই।
বিজ্ঞপ্তিটিতে জাইকা শিক্ষা প্রকল্পের ঠিকানা উল্লেখ করা হয়েছে, রোড–৫, হাউস–১১২, ব্লক–A, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭। এই ঠিকানা ধরে অনুসন্ধানে সেখানে ‘আনন্দ স্কুল গণশিক্ষা প্রকল্প’ নামে একটি প্রকল্পের ঠিকানা পাওয়া যায়। একই নামে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি সরকারি প্রকল্প রয়েছে।
বিজ্ঞপ্তিতে সূত্র হিসেবে জাইকার অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। এই সূত্রে ওয়েবসাইটটিতে নিয়োগ সংক্রান্ত বিভাগটি খুঁজে দেখেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। বিভাগটিতে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া গেছে। সেখানে দাবিকৃত জাইকা শিক্ষা প্রকল্পে নিয়োগের কোনো তথ্য নেই।
বিজ্ঞপ্তিটি সম্পর্কে অধিকতর নিশ্চিত হতে জাইকা বাংলাদেশের অফিসে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। প্রতিষ্ঠানটির ফ্রন্ট ডেস্ক কর্মী ফৌজিয়া জানান, তাঁদের কাছে জাইকা শিক্ষা প্রকল্পে নিয়োগের ব্যাপারে কোনো তথ্য নেই। যেহেতু শিক্ষা প্রকল্পের ব্যাপার, তাই শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তাঁর কাছে জাইকা শিক্ষা প্রকল্পে নিয়োগের ব্যাপারে জানতে চাওয়া হয়। তিনি বলেন, এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তাঁর জানা নেই।