ফ্যাক্টচেক ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিন বাংলাদেশের প্রথম ‘চিফ হিট অফিসার’ (সিএইচও)। এই পদে তিনি নিয়োগ পান গত বছরের মে মাসে। দেশের চলমান তীব্র তাপ প্রবাহের পরিপ্রেক্ষিতে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নারীর নাচের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওর ওই নারী বুশরা আফরিন।
গত ২১ এপ্রিল ‘মাহফুজ নোয়াখালী’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়। ২৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘরোয়া পরিবেশে এক নারী নাচছেন, মাঝেমধ্যে আরেকজন নারী তাঁকে সঙ্গ দিচ্ছেন। তাঁদের ঘিরে বসে আছেন আরও কিছু নারী ও শিশু।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘Mujra Party’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে একই নারীর দুটি ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলো ২০২৩ সালের ২৭ আগস্ট টিকটক অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। তবে ভিডিওগুলোতে নারীটি সম্পর্কে এবং ভিডিওর স্থান সম্পর্কে কোনো তথ্য নেই।
এ ছাড়া ‘Streetpoint 633’ নামের একটি ইউটিউব চ্যানেলেও ২০২৩ সালের ৯ জুলাই শর্ট ভিডিও আকারে একই নারীর নাচের ভিডিও পোস্ট করা হয়। এখান থেকেও নৃত্যরত নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
ভিডিওর নারীটি আসলেই হিট অফিসার বুশরা আফরিন কিনা তা যাচাইয়ে তাঁর ছবির সঙ্গে নৃত্যরত ভাইরাল নারীর চেহারা মিলিয়ে দেখা হয়। সংবাদমাধ্যম সূত্রে পাওয়া বুশরা আফরিনের বিভিন্ন ছবির সঙ্গে নৃত্যরত ভাইরাল নারীর চেহারার মিল পাওয়া যায়নি।
অর্থাৎ ইন্টারনেট থেকে এক নারীর নাচের ভিডিও ডাউনলোড করে সেটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিনের নাচের ভিডিও দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।