ফ্যাক্টচেক ডেস্ক
ক্রিকেটার সাকিব আল হাসানের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছে একটি শিশু। শিশুটির সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলছেন সাকিব। শিশুটির হাতে ছিল একটি চকলেটবার ও সাদা বল।
গত ২৫ ফেব্রুয়ারি (রোববার) ফেসবুকে এমন একটি ভিডিও ‘এসএন ক্রিয়েশন’ নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়। ‘সাকিবকে দেখতে পেয়ে দৌড়ে গেল তামিমের ছেলে। তামিমের ছেলে দিল বিস্কুট, সাকিব দিলেন অটোগ্রাফ ও বল’—ক্যাপশনে পোস্ট করা ভিডিওটি আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ২০ লাখ বার দেখা হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ১ লাখ ১০ হাজার বার।
অটোগ্রাফ নেওয়া শিশুটি কি ক্রিকেটার তামিম ইকবালের সন্তান?
কি–ওয়ার্ড অনুসন্ধানে খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম বিডি ক্রিকেট টাইমের ইউটিউব চ্যানেল ‘বিডি ক্রিকটাইম বুলেটিন’–এ গত ২৪ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওয়ের সঙ্গে তামিম ইকবালের ছেলেকে সাকিব আল হাসান অটোগ্রাফ দিচ্ছেন দাবিতে ভাইরাল ভিডিওটির মিল আছে। ভিডিওটির বিস্তারিত বিবরণীতে শিশুটি সম্পর্কে বলা হয়েছে, তার নাম হাসান সাবিত। সে সাকিব আল হাসানের একজন ভক্ত।
সংবাদ মাধ্যমগুলোতে শিশুটির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তবে ভিডিওগুলোর কোথাও তাকে তামিম ইকবালের ছেলে হিসেবে উল্লেখ করা হয়নি। এ ছাড়া ক্রিকেটার তামিম ইকবালের ছেলের সঙ্গে ভিডিওটিতে থাকা শিশুটির চেহারার কোনো মিলও খুঁজে পায়নি আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।