হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

সাকিবের অটোগ্রাফ নিল তামিমের ছেলে! ভাইরাল ভিডিওর শিশুটি কে 

ফ্যাক্টচেক ডেস্ক

ক্রিকেটার সাকিব আল হাসানের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছে একটি শিশু। শিশুটির সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলছেন সাকিব। শিশুটির হাতে ছিল একটি চকলেটবার ও সাদা বল। 

গত ২৫ ফেব্রুয়ারি (রোববার) ফেসবুকে এমন একটি ভিডিও ‘এসএন ক্রিয়েশন’ নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়। ‘সাকিবকে দেখতে পেয়ে দৌড়ে গেল তামিমের ছেলে। তামিমের ছেলে দিল বিস্কুট, সাকিব দিলেন অটোগ্রাফ ও বল’—ক্যাপশনে পোস্ট করা ভিডিওটি আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ২০ লাখ বার দেখা হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ১ লাখ ১০ হাজার বার।

অটোগ্রাফ নেওয়া শিশুটি কি ক্রিকেটার তামিম ইকবালের সন্তান? 

কি–ওয়ার্ড অনুসন্ধানে খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম বিডি ক্রিকেট টাইমের ইউটিউব চ্যানেল ‘বিডি ক্রিকটাইম বুলেটিন’–এ গত ২৪ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওয়ের সঙ্গে তামিম ইকবালের ছেলেকে সাকিব আল হাসান অটোগ্রাফ দিচ্ছেন দাবিতে ভাইরাল ভিডিওটির মিল আছে। ভিডিওটির বিস্তারিত বিবরণীতে শিশুটি সম্পর্কে বলা হয়েছে, তার নাম হাসান সাবিত। সে সাকিব আল হাসানের একজন ভক্ত। 

খেলাধুলাভিত্তিক দেশীয় আরেকটি চ্যানেল টি–স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও শর্ট আকারে ভিডিওটি পাওয়া যায়। একই দিনে চ্যানেলটিতে ‘ভিডিওটি চকলেট খেলে দাঁত পড়ে যাবে বলে ক্ষুদে ভক্তের সাথে সাকিবের খুনসুটি।’ শিরোনামে পোস্ট করা হয়েছে।

সংবাদ মাধ্যমগুলোতে শিশুটির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তবে ভিডিওগুলোর কোথাও তাকে তামিম ইকবালের ছেলে হিসেবে উল্লেখ করা হয়নি। এ ছাড়া ক্রিকেটার তামিম ইকবালের ছেলের সঙ্গে ভিডিওটিতে থাকা শিশুটির চেহারার কোনো মিলও খুঁজে পায়নি আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। 

সুতরাং, সাকিব আল হাসানের অটোগ্রাফ দেওয়ার ভাইরাল ভিডিওর শিশুটি তামিম ইকবালের ছেলে নয়। ভাইরাল ভিডিওতে থাকা শিশুটি সাকিব আল হাসানের হাসান সাবিত নামে এক ক্ষুদে ভক্তের।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন