হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

ফ্যাক্টচেক  ডেস্ক

আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ২০: ০৫
জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণার পর কানাডাবাসীরা উল্লাস করছেন দাবিতে প্রচারিত ভিডিও

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার (৬ জানুয়ারি) পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, তাঁর দল লিবারেল পার্টি একজন উত্তরসূরি বেছে নেওয়ার আগে পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন, যা আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণার পর কানাডাবাসীরা উল্লাস করছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘জাস্টিন ট্রুডোর পদত্যাগ ঘোষণার পর কানাডাবাসীদের মধ্যে খুশির জোয়ার। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো নেতার পদত্যাগে জনগণের এত আনন্দ বিশ্ব ইতিহাসে কখনো দেখা যায়নি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জাস্টিন ট্রুডো একটি বড় স্ক্রিনে কথা বলছেন এবং কিছুক্ষণ পরেই স্ক্রিনের সামনে থাকা মানুষজন আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন।’ ভিডিওটি ইউটিউবেও পোস্ট করা হয়েছে।

মৌসুমী চৌধুরী সরকার (Maushumi Choudhury Sarkar) নামে একটি অ্যাকাউন্ট থেকে গত ৭ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে আজ রোববার বেলা ৩টা পর্যন্ত ৩৪৫টি রিঅ্যাকশন পড়েছে এবং ৫ হাজার ৬০০-এর বেশি দেখা হয়েছে। একই ক্যাপশনে অন্যান্য একাধিক ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি পোস্ট হয়েছে। এসব পোস্টে ভিডিওটি এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে দাবি করে কমেন্ট করেছেন কেউ কেউ। ‘ভিডিওটি সত্য’ দাবিও করেছেন অনেকে। সনজিৎ সরকার (Sanjit Sarkar) নামে অ্যাকাউন্ট লিখেছে, ‘খুব ভালো খবর। যেমন কর্ম তেমন ফল।’

সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাজ্যের এফএম রেডিও হার্ট ওয়েস্ট কান্ট্রির ইউটিউব চ্যানেল হার্ট ওয়েস্ট কান্ট্রিতে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ২০১৬ সালের ১৭ জুন তারিখে প্রকাশিত হয়।

২০১৬ সালের উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ড জয়লাভ করায় ভক্তদের জয় উদ্‌যাপনের ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর সাদৃশ্যতা

ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ২০১৬ সালে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ড বনাম ওয়েলস ফুটবল ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করে। সে সময় ইংল্যান্ডের ব্রিস্টলের অ্যাশটন গেট স্টেডিয়ামে ইংল্যান্ড দলের ভক্তরা জয় উদ্‌যাপন করছিলেন, যার অর্থ ভিডিওতে থাকা মানুষগুলো ইংল্যান্ডের, কানাডার না।

ব্রিস্টল স্পোর্টের ইউটিউব চ্যানেলে একই বিষয়ে একটি প্রতিবেদনেও একই দৃশ্য পাওয়া যায়। তবে এসব ভিডিওর কোথাও জাস্টিন ট্রুডোকে দেখতে পাওয়া যায়নি।

গত ৬ জানুয়ারিতে জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার অনেক আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে আছে।

এই ম্যাচের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি ২০১৬ সালের ১৬ জুনে ফান্সের স্টেড বোলার্ট-ডেলিলিস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে ইংল্যান্ড জয়লাভ করে।

অর্থাৎ, ভাইরাল ভিডিওর স্ক্রিনে থাকা ২০১৬ সালে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ড বনাম ওয়েলস ফুটবল ম্যাচের ভিডিওতে জাস্টিন ট্রুডোর পদত্যগের বিষয়ে কথা বলার ভিডিও এডিটের মাধ্যমে যুক্ত করা হয়েছে।

সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় ভাইরাল ভিডিওটি জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা করায় কানাডাবাসীদের উল্লাসের নয়। ২০১৬ সালে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ড বনাম ওয়েলস ফুটবল ম্যাচের ভিডিওতে জাস্টিন ট্রুডোর পদত্যগের বিষয়ে কথা বলার ভিডিও এডিটের মাধ্যমে যুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

তিব্বতে ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবিতে ভাইরাল হলো জাপানের পুরোনো ভিডিও

সেকশন