হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

পাকিস্তানে বাবা–মেয়ের বিয়ে! ভাইরাল সংবাদটি সঠিক নয়

ফ্যাক্টচেক ডেস্ক

বাবার গলাতেই বিয়ের মালা দিলেন পাক তরুণী!—এমন শিরোনামে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সংবাদপত্রের একটি প্রতিবেদনের কাটিং ভাইরাল হয়েছে। ছবিটিতে এক তরুণী ও পাঞ্জাবি–টুপি পরিহিত শ্মশ্রুমণ্ডিত এক ব্যক্তিকে পাশাপাশি দাঁড়ানো দেখা যাচ্ছে।

প্রতিবেদনটিতে দাবি করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে বাবা–মেয়ের বিয়ের মুহূর্তে ধরা পড়েছে। কনে অর্থাৎ পাক তরুণীকে বলতে শোনা যাচ্ছে, বাবার সঙ্গে বিয়ে করতে তিনিও রাজি। ছবিটি কোন সংবাদপত্রের এবং ঘটনাটি কোন সময়ের, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে দাবিটি সম্পর্কে অনুসন্ধানে ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজে ২০২৩ সালের ১৩ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই সময় এক্স প্ল্যাটফর্মে ২৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিওটিতে একজন সাক্ষাৎকারগ্রহীতাকে রাবেয়া নামের এক নারীকে জিজ্ঞাসা করতে শোনা যায়, আরবি ‘রাবেয়া’ শব্দের অর্থ চার। কাকতালীয়ভাবে তিনি তাঁর স্বামীর চতুর্থ স্ত্রী। এই জিজ্ঞাসার উত্তরে রাবেয়া জানান, রাবেয়া মানে মূলত চতুর্থ সন্তান। কিন্তু তিনি তাঁর বাবার দ্বিতীয় সন্তান। তাই তাঁর নামটি পূর্ণতা পাচ্ছিল না। কিন্তু তাঁর স্বামীর চতুর্থ স্ত্রী হওয়ার মাধ্যমে তাঁর নাম কিছুটা হলেও পূর্ণতা পেয়েছে।

এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তানি তরুণী চতুর্থ স্ত্রী হিসেবে তাঁর বাবাকে বিয়ে করেছেন’, এমন দাবিতে ছড়িয়ে পড়ে। পরে ভারতীয় কিছু সংবাদমাধ্যম যেমন: নবরত্ন টাইমস, অমর উজালা এবং ওয়ান ইন্ডিয়ার হিন্দি সংস্করণে ‘পাকিস্তানি তরুণী বাবাকে বিয়ে করেছেন’, এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। 

অল্ট নিউজ জানায়, রাবেয়া নামের তরুণী এবং তাঁর স্বামীর সাক্ষাৎকারের ভাইরাল ভিডিওটি ২০২১ সালের ১ আগস্ট পাকিস্তানের বিনোদন কেন্দ্রিক ইউটিউব চ্যানেল ‘জেন টিভি ভ্লগস’ এর নেওয়া ১৮ মিনিট ৩৭ সেকেন্ডের একটি সাক্ষাৎকারের অংশ। তাঁদের সম্পর্কে প্রচারিত ঘটনাটি সত্য নয়। ওই তরুণী প্রকৃতপক্ষে তাঁর সাবেক কম্পিউটার শিক্ষককে বিয়ে করেছেন। তিনি তাঁর চতুর্থ স্ত্রী। 

পরে আরও খুঁজে পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানে ২০২১ সালের ২৫ মে এই দম্পতিকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, রাবেয়ার স্বামীর নাম আমির খান।

ওই প্রতিবেদনে আমির খানকে উদ্ধৃত করে বলা হয়েছে, রাবেয়া তাঁর চতুর্থ স্ত্রী, আগের স্ত্রীদের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে। তাঁদের বিয়ের আগে তিনি রাবেয়াকে কম্পিউটার পরিচালনার কিছু প্রশিক্ষণ দিয়েছিলেন। ওই সময় আমির খান রাবেয়ার বাবার স্কুলে পড়াতেন। একই প্রতিবেদনে রাবেয়াকে উদ্ধৃত করে বলা হয়েছে, রাবেয়া লাহোরের বাসিন্দা। আমির খানই প্রথম রাবেয়ার প্রেমে পড়েন এবং তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। আর তাঁরা নববিবাহিতও নন। যখন প্রতিবেদনটি প্রকাশিত হয়, তখন তাঁদের বিয়ের বয়স ১০ বছর, সন্তান–সন্ততিও আছে। 

অর্থাৎ আমির–রাবেয়া দম্পতিকে বাবা–মেয়ে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যটি রাবেয়ার সাক্ষাৎকারের বিকৃত উপস্থাপন। প্রকৃতপক্ষে রাবেয়া তাঁর স্বামীর চতুর্থ স্ত্রী এবং তাঁর স্বামী আমির খান বিয়ের আগে রাবেয়ার কম্পিউটার প্রশিক্ষক ছিলেন এবং রাবেয়ার বাবার স্কুলে চাকরি করতেন। 

প্রসঙ্গত, এই দম্পতির দুজনই ইনস্টাগ্রামে জনপ্রিয়। এর মধ্যে রাবেয়ার ‘Tastyrabifood’ নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট আছে। তাঁর ফলোয়ার ৩ লাখ ৭৬ হাজার। আমির খানের অ্যাকাউন্টটিও ভেরিফায়েড। তাঁর ফলোয়ার ৫৫ হাজার ২০০।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন