ফ্যাক্টচেক ডেস্ক
একটি বৃহৎ আকারের পাতিলে শুয়ে আছে একটি শিশু। মাথার নিচে একটি তোয়ালে, পাতিলে একটি ব্যাগও দেখা যাচ্ছে। আশপাশে মানুষজন পাতিলটি ঘিরে আছে—এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, শিশুটির পরিবারের সব সদস্য মারা গেছে। শুধু আধমরা অবস্থায় শিশুটি জড়সড় হয়ে আছে একটি পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবারসহ সবকিছু রাখা।
ফেসবুক পোস্টগুলোতে ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে কুমিল্লার বুড়িচংয়ের খারাতাইয়া এলাকা। ভারী বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে আসা ঢলের কারণে চলমান বন্যা পরিস্থিতিতে যে কটি জেলা বিপর্যস্ত তার মধ্যে কুমিল্লা একটি।
ফেসবুকে ভাইরাল পোস্টগুলোতে থাকা স্থানের সূত্র ধরে অনুসন্ধানে নাজমুল হাসান তপন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। আজ শুক্রবার বিকেল ৪টায় ওই অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই কি তবে অস্তিত্ব? খারাতাইয়া, বুড়িচং থেকে বলছি। ছবিটি আমি নিজে তুলেছি।’
তিনি আরও বলেন, ‘ট্রলার থেকে বাচ্চাটাকে নামিয়ে নতুন বাজার ব্রিজের ওপর রাখা হয়, তখন ওর মা পাশে লাগেজ রেখে যখন ওকে পাতিল থেকে কোলে নিতে যাবে, তখনই আমি ছবিটি তুলি। বাচ্চা ও তার পরিবার নিরাপদে এবং সুস্থ আছে।’