ফ্যাক্টচেক ডেস্ক
সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভদের ধসিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক লেবার নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দনও জানিয়েছেন। ঋষি সুনাকের এ পরাজয় ঘিরে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ থেকে তাঁর একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক গতকাল শনিবার (৬ জুলাই) ডেলিভারি ড্রাইভার হিসেবে তাঁর নতুন চাকরির মহড়া দিচ্ছিলেন। আগামীকাল সোমবার থেকে চাকরিতে যোগ দেবেন। ছবিটিতে ঋষি সুনাককে দুই হাতে ম্যাকডোনাল্ডসের দুটি ব্যাগ বহন করতে দেখা যাচ্ছে।
দেশের অন্যতম এটিএম সেবাদানকারী প্রতিষ্ঠান টেকনোমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ড. যশোদা জীবন দেবনাথ আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো কাজই অসম্মানের নয়। আমাদের সন্তানেরা উবার ফুড বা গ্রোসারি দোকানে কাজ করে যদি তাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করে সেটাও অনেক সম্মানের...।’
পোস্টটি সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৩০০ রিয়েকশন পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৩৭৪ বার। পোস্টের কমেন্টবক্সে অনেকেই ছবিটির সঙ্গে যুক্ত গল্পটি বিশ্বাস করেছেন। অবশ্য কেউ কেউ ছবির গল্প নিয়ে সন্দেহ করেছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভাইরাল ছবিটি পাওয়া যায়। সংবাদমাধ্যমটি গত ২ জুলাই ছবিটি টুইট করে ক্যাপশনে লিখেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাকিংহামশায়ারে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে যাত্রাবিরতি করেছেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার (৪ জুলাই)। নির্বাচনের ফলাফল গণনা শেষে লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারকে গত শুক্রবার (৫ জুলাই) প্রধানমন্ত্রী নিয়োগ দেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। অর্থাৎ, ঋষি সুনাকের ছবিটি তাঁর নির্বাচনে হারার আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
একইদিনের আরও ছবি এবং একই বর্ণনা পাওয়া যায় আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আইরিশ নিউজে গত ২ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে।
এসব বর্ণনা থেকে এটি নিশ্চিত, নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক ডেলিভারি ম্যানের নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন দাবিতে ভাইরাল গল্পটি সঠিক নয়।