ফ্যাক্টচেক ডেস্ক
২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন। সম্প্রতি তাঁর পড়াশোনার ডেইলি রুটিন দাবি করে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। রুটিনের রুটিনের পাশে তানজিম মুনতাকা সর্বার ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা’র ডেইলি রুটিন।’
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘মিম লেট (memelate)’ নামের একটি ওয়েবসাইটে ভাইরাল রুটিনটি খুঁজে পাওয়া যায়। রুটিনের ছবিটি ২০২১ সালের ৭ জুলাই ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ডিএমসি রুটিন, বাংলা ভাইরাল মিম টেমপ্লেট।’
প্রশ্নোত্তরমূলক ওয়েবসাইট কৌরাতেও দুই বছর আগে ‘মেডিকেলের প্রস্তুতি নিতে হলে কীভাবে টাইম–টেবিল বানানো উচিত?’ শিরোনামে একই রুটিন খুঁজে পাওয়া যায়। কৌরাতে ছবিটি প্রকাশ করেন সাজিদ এনাম নামে এক ব্যবহারকারী।
ইমরান হাসান শোভন সম্পর্কে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ইন্টার্ন এবং ডিএমসি টপার গ্রুপটির অ্যাডমিন।
অর্থাৎ তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটি তাঁর প্রস্তুত করা নয়। রুটিনটি ২০২১ সালে নিজের নাম যুক্ত করে পোস্ট করেন ইমরান হাসান শোভন নামে একজন মেডিকেল শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি সরকারি মেডিকেলের ইন্টার্ন। তিনি রুটিনটি তৈরি করেছিলেন মূলত ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।