হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

এই রুটিন মেনে পড়েই কি মেডিকেলে প্রথম তানজিম মুনতাকা

ফ্যাক্টচেক ডেস্ক

২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন। সম্প্রতি তাঁর পড়াশোনার ডেইলি রুটিন দাবি করে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। রুটিনের রুটিনের পাশে তানজিম মুনতাকা সর্বার ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা’র ডেইলি রুটিন।’

রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘মিম লেট (memelate)’ নামের একটি ওয়েবসাইটে ভাইরাল রুটিনটি খুঁজে পাওয়া যায়। রুটিনের ছবিটি ২০২১ সালের ৭ জুলাই ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ডিএমসি রুটিন, বাংলা ভাইরাল মিম টেমপ্লেট।’

প্রশ্নোত্তরমূলক ওয়েবসাইট কৌরাতেও দুই বছর আগে ‘মেডিকেলের প্রস্তুতি নিতে হলে কীভাবে টাইম–টেবিল বানানো উচিত?’ শিরোনামে একই রুটিন খুঁজে পাওয়া যায়। কৌরাতে ছবিটি প্রকাশ করেন সাজিদ এনাম নামে এক ব্যবহারকারী। 

এই দুটি ছবিতেই রুটিনের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে ‘এইচএসসি ২১, ডিএমসি টপার’ এবং নিচে লেখা রয়েছে ‘ডিএমসি টপার ইমরান হাসান শোভন’। তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটিতে ‘এইচএসসি ২১’ লেখাটি নেই। এই পরিবর্তন ছাড়া দুটি রুটিনের মধ্যে কোনো তফাত নেই।

আরও খুঁজতে গিয়ে ‘ডিএমসি টপার (DMC TOPPER)’  নামের প্রায় ৭৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘HSC-21 ব্যাচের রুটিনটা দিলাম। ইনশাআল্লাহ HSC-22 এর জন্য ও খুব শীঘ্রই রুটিন তৈরি করবো।’ ক্যাপশনে আপলোড করা একই রুটিনের ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি ২০২১ সালের ১২ জুন পোস্ট করেন ইমরান হাসান শোভন।

ইমরান হাসান শোভন সম্পর্কে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ইন্টার্ন এবং ডিএমসি টপার গ্রুপটির অ্যাডমিন।

অর্থাৎ তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটি তাঁর প্রস্তুত করা নয়। রুটিনটি ২০২১ সালে নিজের নাম যুক্ত করে পোস্ট করেন ইমরান হাসান শোভন নামে একজন মেডিকেল শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি সরকারি মেডিকেলের ইন্টার্ন। তিনি রুটিনটি তৈরি করেছিলেন মূলত ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন