হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

পাখির মতো দেখতে ফুলের ছবি ভাইরাল, এমন ফুল কি আছে

ফ্যাক্টচেক

ফুল নয় এ যেন জোড়া পাখি!—এমন ক্যাপশনে পাখির মতো দেখতে চারটি ফুলের কোলাজ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের ৭ লাখ ৮৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে গত ২২ মার্চ সুমাইয়া সিমু নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি গত ২২ মার্চ পোস্ট করে লেখা হয়, ‘পাখির মতো দেখতে এই ফুলটির নাম ইগ্রেট ফুল।’ অ্যাকাউন্টটি গ্রুপের মডারেটর।

পোস্টটি আজ শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ হাজারের বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১৩ হাজারের বেশি। কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীরা ভাইরাল ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ এমন ফুলের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 

এমন ফুল কি আছে?
ফুলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ফেসবুকে ‘Nature of universe’ নামের একটি পেজে ২০২৩ সালের ১৯ মে ‘Beautiful Cranes orchid’ বা ‘সুন্দর বক অর্কিড’ ক্যাপশনে ভাইরাল ফুলের ছবিগুলোর একটি খুঁজে পাওয়া যায়। এই সূত্রে পরে খুঁজে উদ্ভিদ বিষয়ক ওয়েবসাইট গার্ডেনিয়া ডট নেটে ক্রেন অর্কিড নামে সাদা রঙের কিছু ফুলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ফুলটির আরেকটি নাম উল্লেখ করা হয়েছে— হোয়াইট ইগ্রেট অর্কিড। ফুলটির বৈজ্ঞানিক নাম হাবেনারিয়া রেডিয়াটা (Habenaria radiata)। ফুলটি সাধারণত জাপান ও চীনে পাওয়া যায়। এই ফুল দেখতে দুই ডানা প্রসারিত বকের মতোই।

ফুলটির একই ধরনের ছবি পাওয়া যায় চীনের রাষ্ট্রীয় ইংরেজি ভাষার সংবাদ চ্যানেল সিজিটিএনের একটি প্রতিবেদনেও। 

তবে এই ছবিগুলোর সঙ্গে পাখির মতো দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইগ্রেট ফুল দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়নি। এই অমিলের কারণে ভাইরাল ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে। এমন ধারণা থেকে ছবিগুলো এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিগুলো সম্পর্কে জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৪ শতাংশ। এআই কনটেন্ট শনাক্তকারী আরেক ওয়েবসাইট এআই অর নট ছবিটি যাচাই শেষে জানায়, ইগ্রেট ফুলের ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি। 

ছবিগুলো সম্পর্কে একই ফল পাওয়া যায় এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাগিং ফেইসের বিশ্লেষণ থেকেও। ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইগ্রেট ফুলের দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৩ শতাংশ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন