ফ্যাক্টচেক ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শাসরুদ্ধকর ফাইনাল ছিল গত সোমবার (১৮ মার্চ)। ফাইনালে মুলতান সুলতানসকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। এই ফাইনাল ম্যাচে গ্যালারির দুটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি দুটির ক্যাপশনে লেখা, ‘অবশেষে পাকিস্তান সুপার লিগের ফাইনাল উপভোগ করতে, বিশ্বখ্যাত জোকস মজার মাস্টার মিস্টার বিন।’
‘ক্রিকবাজ লাইভ স্কোর’ নামের একটি ফেসবুক গ্রুপে গত ১৯ মার্চ এমন ক্যাপশনে ছবি দুটি পোস্ট করা হয়। পোস্টটিতে অনেক ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেন, ‘এটা আসল মিস্টার বিন না। আসল মিস্টার বিন অনেক আগেই মারা গেছেন।’
ছবির এই ব্যক্তি কি আসলেই মিস্টার বিন?
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) উসমান জামিল নামের একটি হ্যান্ডলে এমন একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির শিরোনামে লেখা, ‘Not good memories with Pakistani Mr. Bean’ (পাকিস্তানি মিস্টার বিনের সঙ্গে ভালো স্মৃতি নেই)। এই টুইটের সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে ২০২২ সালের ২৯ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে মিস্টার বিন দাবিতে সম্প্রতি ভাইরাল হওয়া ব্যক্তির মিল পাওয়া যায়। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন সূত্রে জানা যায়, ‘পাকিস্তানি মিস্টার বিন’ খ্যাত এই ব্যক্তির প্রকৃত নাম মুহাম্মদ আরিফ। তিনি ব্রিটিশ কৌতুকাভিনেতা রোয়ান অ্যাটকিনসনের সঙ্গে চেহারার সাদৃশ্যের জন্য পরিচিত। রোয়ান অ্যাটকিনসন ‘মিস্টার বিন’ চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে একই বছরের ২৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-জিম্বাবুয়ের ম্যাচ ঘিরে আলোচনায় আসেন ওই ব্যক্তি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাঁর প্রকৃত নাম আসিফ মুহম্মদ। তিনি একজন পাকিস্তানি কৌতুক অভিনেতা এবং সত্যিকারের মিস্টার বিনের মতো পোজ দিতে পারেন।
অনুসন্ধানে ‘Mr Bean Pk Official’ নামে একটি ইউটিউব চ্যানেলও খুঁজে পাওয়া যায়। চ্যানেলটিতে ওই ব্যক্তিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে।
অর্থাৎ, পিএসএলের ফাইনাল ম্যাচে গ্যালারি উপস্থিত ব্যক্তিটি মিস্টার বিন নন। তিনি পাকিস্তানের নাগরিক, তাঁর প্রকৃত নাম মুহাম্মদ আরিফ, যদিও এনডিটির প্রতিবেদনে তাঁকে আসিফ মুহম্মদ নামে উল্লেখ করা হয়েছে। বিবিসি ওয়ার্ল্ড নিউজের একটি ভিডিও প্রতিবেদনে তিনি আসিফ মুহম্মদ নামেই নিজের পরিচয় দিয়েছেন। তিনি মিস্টার বিনের মতো পোজ দেওয়ার জন্য জনপ্রিয়।
মিস্টার বিন কি মারা গেছেন?
ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন ‘মিস্টার বিন’ নামে খ্যাত। টেলিভিশন সিরিজ এবং ১৯৯৭ সালে একই নামের একটি ফিচার ফিল্মে এই চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এই চরিত্রের স্রষ্টা তিনি নিজেই। ১৯৫৫ সালের ৬ জানুয়ারি তিনি ইংল্যান্ডে জন্ম গ্রহণ করেন। ২০২১ সালে ‘মিস্টার বিন’ চরিত্রে আর অভিনয় করবেন না বলে ঘোষণা দেন। উইকিপিয়ার তথ্য অনুযায়ী, ৬৯ বছর বয়সী রোয়ান অ্যাটকিনসন বেঁচে আছেন।